سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
2952 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: نا الشَّيْبَانِيُّ، عَنْ عَرْفَجَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ: جَاءَ بِمَا كَانَ مِنْ رَثِّهِ أَهْلُ النَّهَرِ فَوَضَعَهُ فِي الرَّحَبَةِ، فَقَالَ: «مَنْ عَرَفَ شَيْئًا فَلْيَأْخُذْهُ , فَجَعَلَ النَّاسُ يَأْخُذُونَ حَتَّى بَقِيَتْ قِدْرٌ حِينًا حَتَّى جَاءَ رَجُلٌ فَأَخَذَهَا»
অনুবাদঃ আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি ’আহলুন নাহার’ (নহরের অধিবাসীদের) থেকে প্রাপ্ত সাধারণ (বা পুনরুদ্ধারকৃত) জিনিসপত্র নিয়ে আসলেন এবং তা জনসমাগমস্থলে (আল-রাহাবাহতে) রাখলেন। অতঃপর তিনি বললেন: "যে ব্যক্তি কোনো জিনিস চিনতে পারে, সে যেন তা নিয়ে নেয়।" ফলে লোকজন (তাদের জিনিস) নিতে শুরু করলো। এভাবে একটি রান্নার হাঁড়ি অনেকক্ষণ পর্যন্ত সেখানে পড়ে রইল, অবশেষে একজন লোক এসে সেটি নিয়ে গেল।