سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
2951 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي فَاخِتَةَ، قَالَ: أَخْبَرَنِي جَارٌ، لِي قَالَ: أَتَيْتُ عَلِيًّا يَوْمَ صِفِّينَ بِأَسِيرٍ، فَقَالَ لَهُ: لَا تَقْتُلْنِي، فَقَالَ: " لَا أَقْتُلُكَ صَبْرًا إِنِّي أَخَافُ اللَّهَ رَبَّ الْعَالَمِينَ، أَفِيكَ خَبَرُ تَبَايُعٍ؟ فَقَالَ: نَعَمْ، فَقَالَ لِلَّذِي جَاءَ بِهِ: «لَكَ سِلَاحُهُ»
অনুবাদঃ আবু ফাখিতা (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার এক প্রতিবেশী আমাকে জানালেন যে, তিনি সিফফীনের যুদ্ধের দিন আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে এক বন্দীকে নিয়ে এলেন।
বন্দীটি তাঁকে (আলীকে) বলল: "আমাকে হত্যা করবেন না।"
তিনি (আলী রাঃ) বললেন: "আমি তোমাকে সবরের (বন্দী অবস্থায়) হত্যা করব না। নিশ্চয়ই আমি আল্লাহ, রাব্বুল আলামীনকে ভয় করি।" অতঃপর তিনি (বন্দীকে) জিজ্ঞেস করলেন: "তোমার কাছে কি বিনিময়ের (মুক্তি বা সন্ধির) কোনো খবর আছে?"
সে বলল: "হ্যাঁ।"
অতঃপর তিনি ঐ ব্যক্তিকে, যিনি বন্দীকে ধরে এনেছিলেন, তাকে বললেন: "তার অস্ত্রটি তোমার জন্য।"