الحديث


سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর





سنن سعيد بن منصور (2950)


2950 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: نا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، قَالَ: لَمَّا ظَهَرَ عَلِيٌّ عَلَى أَهْلِ الْجَمَلِ، قَالَ: «لَا تُجْهِزُوا عَلَى جَرِيحٍ، وَلَا تَتَّبِعُوا مُدْبِرًا، وَمَا كَانَ فِي الْعَسْكَرِ فَهُوَ لَكُمْ، وَمَا كَانَ خَارِجًا فَلَيْسَ لَكُمْ، وَأُمَّهَاتُ الْأَوْلَادِ لَيْسَ لَكُمْ عَلَيْهِنَّ سَبِيلٌ، وَتَعْتَدُّ النِّسْوَةُ مِنْ أَزْوَاجِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا»




অনুবাদঃ আবু আল-বাখতারী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) জংগে জামালের (উটের যুদ্ধের) লোকেদের উপর জয়ী হলেন, তখন তিনি বললেন:

"তোমরা কোনো আহত ব্যক্তিকে শেষ করে দেবে না এবং যে পালিয়ে যায়, তোমরা তার পিছু ধাওয়া করবে না। আর যা কিছু সৈন্যদের শিবিরের ভেতরে আছে, তা তোমাদের জন্য (যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে), আর যা শিবিরের বাইরে আছে, তা তোমাদের জন্য নয়। আর ’উম্মাহাতুল আওলাদ’-দের (অর্থাৎ, যে দাসীরা তাদের মনিবের ঔরসে সন্তান জন্ম দিয়েছে) উপর তোমাদের কোনো অধিকার নেই। এবং (যাদের স্বামী মারা গেছে) সেই নারীরা চার মাস দশ দিন ইদ্দত পালন করবে।"