سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
2949 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنِي مَعْمَرٌ، قَالَ: حَدَّثَنِي سَيْفُ بْنُ مُعَاوِيَةَ بْنِ فُلَانٍ الْعَنَزِيُّ خَالِي، عَنْ جَدِّي، قَالَ: لَمَّا كَانَ يَوْمُ الْجَمَلِ وَاضْطَرَبَ الْخَيْلُ جَاءَ أُنَاسٌ إِلَى عَلِيٍّ يَدَّعُونَ أَشْيَاءَ فَأَكْثَرُوا، فَلَمْ يَفْهَمْ، فَقَالَ: أَلَا رَجُلٌ يَجْمَعُ كَلَامَهُمْ فِي خَمْسِ كَلِمَاتٍ أَوْ سِتٍّ؟ قَالَ: فَاحْتَفَزْتُ عَلَى إِحْدَى رِجْلَيَّ، ثُمَّ تَطَاوَلْتُ، فَقُلْتُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنَّ -[391]- الْكَلَامَ لَيْسَ بِخَمْسٍ وَلَا سِتٍّ، وَلَكِنَّهُمَا كَلِمَتَانِ، فَنَظَرَ إِلَيَّ عَلِيٌّ، فَقُلْتُ: هَضْمٌ أَوْ قِصَاصٌ، فَقَالَ بِيَدِهِ وَعَقَدَ ثَلَاثِينَ: «قَالُونُ» ثُمَّ قَالَ: «أَرَأَيْتُمْ مَا عَدَدْتُمْ فَإِنَّهُ تَحْتَ قَدَمَيَّ»
অনুবাদঃ সাইফ ইবনে মুআবিয়ার দাদা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন:
যখন জামালের যুদ্ধ সংঘটিত হলো এবং ঘোড়সওয়াররা অস্থির হয়ে পড়লো, তখন কিছু লোক আলীর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) কাছে এসে বিভিন্ন বিষয়ে অভিযোগ ও দাবি উত্থাপন করতে শুরু করলো। তারা এত বেশি কথা বললো যে তিনি (তাদের মূল বক্তব্য) বুঝতে পারলেন না। তখন তিনি বললেন: এমন কি কোনো ব্যক্তি নেই, যে তাদের কথাগুলো পাঁচ বা ছয়টি বাক্যে সংক্ষেপ করতে পারে?
বর্ণনাকারী বলেন: তখন আমি আমার এক পায়ের উপর ভর দিয়ে একটু উঁচু হয়ে দাঁড়ালাম এবং বললাম: হে আমীরুল মুমিনীন! কথাটি পাঁচ বা ছয়টি বাক্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা মাত্র দুটি শব্দ।
তখন আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমার দিকে তাকালেন। আমি বললাম: (হয়) হক নষ্ট করা, নয়তো কিসাস (বদলা)।
অতঃপর তিনি তাঁর হাত দিয়ে ইশারা করলেন এবং ত্রিশ পর্যন্ত সংখ্যা গণনা করলেন (অর্থাৎ, তাদের অতিরিক্ত কথা বলাকে বাতিল করলেন), আর বললেন: "ক্বালূন!" (যথেষ্ট হয়েছে!) অতঃপর তিনি বললেন: তোমরা যা কিছু গণনা করেছো (যত দাবি উত্থাপন করেছো), তা আমার দু’পায়ের নিচে।