الحديث


سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর





سنن سعيد بن منصور (2945)


2945 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا ابْنُ عَيَّاشٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ -[389]-: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ، قَالَ: كُنْتُ مَعَ عُثْمَانَ فِي الدَّارِ فَقَالَ: عَزَمْتُ عَلَى كُلِّ مَنْ رَأَى لِي سَمْعًا وَطَاعَةً إِلَّا كَفَّ يَدَهُ وَسِلَاحَهُ، إِنَّ أَفْضَلَكُمْ عَنَّا مَنْ كَفَّ سِلَاحَهُ، وَيَدَهُ، قُمْ يَا ابْنَ عُمَرَ فَاحْجِزْ بَيْنَ النَّاسِ " فَقَامَ ابْنُ عُمَرَ، وَقَامَ مَعَهُ رِجَالٌ مِنْ قَوْمِهِ مِنْ بَنِي عَدِيٍّ، وَبَنِي نُعَيْمٍ، وَبَنِي مُطِيعٍ فَفَتَحُوا الْبَابَ فَخَرَجَ، فَدَخَلَ النَّاسُ فَقَتَلُوا عُثْمَانَ




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে আমের ইবনে রাবী’আহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে গৃহে ছিলাম। তখন তিনি বললেন: "যারা আমার প্রতি শ্রবণ ও আনুগত্য পোষণ করে, আমি তাদের সকলের ওপর দৃঢ় নির্দেশ দিচ্ছি যে তারা যেন তাদের হাত ও অস্ত্র সংযত রাখে। তোমাদের মধ্যে সেই ব্যক্তিই আমাদের কাছে শ্রেষ্ঠ, যে তার অস্ত্র ও হাত গুটিয়ে রাখবে। হে ইবনে উমার! ওঠো এবং লোকদের (সংঘর্ষ থেকে) বিরত রাখো।"

অতঃপর ইবনে উমার (রাদ্বিয়াল্লাহু আনহুমা) উঠলেন। তাঁর সাথে তাঁর গোত্রের বনু আদী, বনু নুআইম এবং বনু মুতী’ গোত্রের কয়েকজন লোকও দাঁড়ালেন। তারা দরজা খুলে দিলেন এবং (ইবনে উমারসহ অন্যরা) বেরিয়ে গেলেন। অতঃপর লোকেরা (বিদ্রোহীরা) প্রবেশ করল এবং উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে শহীদ করল।