سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
سنن سعيد بن منصور (2944)
2944 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ: أَرْسَلَ عُثْمَانُ إِلَى عَلِيٍّ «أَنَّ ابْنَ عَمِّكَ مَقْتُولٌ، وَأَنَّكَ مَسْلُوبٌ»
অনুবাদঃ মুহাম্মাদ ইবনু জুবাইর ইবনু মুত‘ইম (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত,
উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে এই মর্মে বার্তা পাঠালেন যে, “নিশ্চয়ই তোমার চাচাতো ভাই নিহত হবে, আর নিশ্চয়ই তুমি লুণ্ঠিত হবে (অর্থাৎ, তোমার অধিকার ছিনিয়ে নেওয়া হবে)।”