سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
2943 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، قَالَ: قَالَ مُحَمَّدُ بْنُ عَلِيٍّ، لِابْنِ عَبَّاسٍ: تَذْكُرُ يَوْمَ كُنْتُ فِيهِ عَنْ يَمِينِ عَلِيٍّ، وَأَنْتَ عَنْ شِمَالِهِ يَوْمَ الْمَرِيدِ؟ سَمِعَ ضَجَّةً مِنْ قِبَلِ الْمَرِيدِ فَبَعَثَ رَسُولًا لَيَنْظُرَ فَقَالَ: إِنِّي تَرَكْتُ عَائِشَةَ تَلْعَنُ قَتَلَةَ عُثْمَانَ وَالنَّاسُ يُؤَمِّنُونَ، فَقَالَ عَلِيٌّ: «وَأَنَا أَلْعَنُ قَتَلَةَ عُثْمَانَ فِي السَّهْلِ وَالْجَبَلِ» فَقَالَ ابْنُ عَبَّاسٍ: نَعَمْ، فَقَالَ مُحَمَّدٌ: أَمَا أَنَا وَابْنُ عَبَّاسٍ بِذَوَيْ عَدْلٍ؟
অনুবাদঃ সালিম ইবনু আবুল জা’দ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ ইবনু আলী (রাহিমাহুল্লাহ) ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে জিজ্ঞেস করলেন: আল-মারিদের দিনের কথা কি আপনার মনে আছে? যখন আমি আলীর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ডানপাশে ছিলাম এবং আপনি তাঁর বামপাশে ছিলেন? (সেদিন) তিনি (আলী রাঃ) আল-মারিদের দিক থেকে একটি শোরগোল শুনতে পেলেন এবং তা দেখার জন্য একজনকে দূত হিসেবে পাঠালেন।
তখন সেই দূত ফিরে এসে বললেন: আমি আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর হত্যাকারীদের প্রতি অভিসম্পাত করতে দেখেছি এবং লোকেরা ‘আমীন’ বলছিল।
তখন আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: “আর আমিও সমতল ও পাহাড়ে, সর্বত্র উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর হত্যাকারীদের উপর অভিসম্পাত করি।”
ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: হ্যাঁ (আমার মনে আছে)।
মুহাম্মদ (ইবনু আলী) তখন বললেন: আমি এবং ইবনু আব্বাস কি ন্যায়পরায়ণ সাক্ষী নই?