الحديث


سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর





سنن سعيد بن منصور (2936)


2936 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا أَبُو مَعْشَرٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كُنْتُ مَحْصُورًا مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ فِي الدَّارِ فَرُمِيَ رَجُلٌ مِنَّا فَقُتِلَ، فَقُلْتُ لِعُثْمَانَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَمَا طَابَ الضِّرَابُ؟ قَتَلُوا رَجُلًا مِنَّا، فَقَالَ: «عَزَمْتُ عَلَيْكَ يَا أَبَا هُرَيْرَةَ إِلَّا طَرَحْتَ سَيْفَكَ، فَإِنَّمَا تُرَادُ نَفْسِي وَسَأَقِي الْمُؤْمِنِينَ الْيَوْمَ بِنَفْسِي» قَالَ أَبُو هُرَيْرَةَ: فَرَمَيْتُ بِسَيْفٍ فَمَا أَدْرِي أَيْنَ هُوَ حَتَّى السَّاعَةِ




অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন:

আমি উসমান ইবনে আফফান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে তাঁর বাড়িতে (বিদ্রোহীদের দ্বারা) অবরুদ্ধ ছিলাম। তখন আমাদের মধ্যের এক ব্যক্তিকে লক্ষ্য করে আঘাত করা হলো এবং সে নিহত হলো।

তখন আমি উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বললাম, "হে আমীরুল মু’মিনীন! এবার কি (তাদের বিরুদ্ধে) লড়াই করা বৈধ হলো না? তারা তো আমাদের এক লোককে হত্যা করে ফেলেছে!"

তিনি বললেন, "হে আবু হুরায়রা! আমি তোমাকে শপথ দিয়ে আদেশ করছি যে, তুমি অবশ্যই তোমার তরবারিটি ফেলে দাও। কেননা, তারা কেবল আমার জীবনই চায়, আর আমি আজ আমার নিজের জীবন দিয়ে মু’মিনদের রক্ষা করব।"

আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বলেন, অতঃপর আমি আমার তরবারিটি ফেলে দিলাম। সেই তরবারিটি যে কোথায় গেল, তা এই মুহূর্ত পর্যন্তও আমার জানা নেই।