سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
2937 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: دَخَلْتُ عَلَى عُثْمَانَ يَوْمَ الدَّارِ فَقُلْتُ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَمَا ضِرَابٌ؟ فَقَالَ لِي: «يَا أَبَا هُرَيْرَةَ أَيَسُرُّكَ أَنْ تَقْتُلَ النَّاسَ جَمِيعًا وَإِيَّايَ مَعَهُمْ؟» فَقُلْتُ: لَا، فَقَالَ: «وَاللَّهِ لَئِنْ قَتَلْتَ رَجُلًا وَاحِدًا، لَكَأَنَّمَا قَتَلْتَ النَّاسَ جَمِيعًا» -[387]- فَرَجَعْتُ فَلَمْ أُقَاتِلْ
অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি ঘর ঘেরাওয়ের দিন (বিদ্রোহীরা যখন খলীফা উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর গৃহ অবরোধ করেছিল) উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট প্রবেশ করলাম। অতঃপর আমি বললাম: হে আমীরুল মু’মিনীন! আমরা কি প্রতিরোধ করব না (যুদ্ধ করব না)?
তখন তিনি আমাকে বললেন: “হে আবু হুরায়রা! তুমি কি এতে খুশি হবে যে তুমি সমস্ত মানুষকে হত্যা করবে, আর আমিও তাদের সঙ্গে নিহত হব?”
আমি বললাম: না।
তিনি বললেন: “আল্লাহর কসম! যদি তুমি একজন মানুষকেও হত্যা করো, তবে (আমার কাছে) তা এমন হবে যেন তুমি সমস্ত মানুষকে হত্যা করেছ।”
অতঃপর আমি ফিরে আসলাম এবং আর লড়াই করলাম না।