سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
2935 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: بَعَثَنَا عُثْمَانُ فِي خَمْسِينَ رَاكِبًا، وَأَمِيرُنَا مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ، فَلَمَّا انْتَهَيْنَا إِلَى ذِي خَشَبٍ اسْتَقْبَلَنَا رَجُلٌ فِي عُنُقِهِ مُصْحَفٌ، مُتَقَلِّدٌ سَيْفَهُ، تَذْرِفُ -[386]- عَيْنَاهُ، فَقَالَ: إِنَّ هَذَا يَأْمُرُنَا أَنْ نَضْرِبَ بِهَذَا - يَعْنِي السَّيْفَ - عَلَى مَا فِي هَذَا، فَقَالَ لَهُ مُحَمَّدٌ: «اجْلِسْ فَنَحْنُ قَدْ ضَرَبْنَا بِهَذَا عَلَى مَا فِي هَذَا قَبْلَكَ أَوْ قَبْلَ أَنْ تُولَدَ» قَالَ: فَلَمْ يَزَلْ يُكَلِّمُهُمْ حَتَّى رَجَعُوا قَالَ عَمْرٌو: سَمِعْتُ جَابِرًا يَقُولُ: فَزَعَمُوا أَنَّهُمْ وَجَدُوا كِتَابًا إِلَى ابْنِ سَعْدٍ وَاللَّهُ أَعْلَمُ
অনুবাদঃ জাবির ইবনে আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন:
উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) আমাদেরকে পঞ্চাশজন আরোহীর একটি দলে প্রেরণ করলেন, আর আমাদের আমীর ছিলেন মুহাম্মাদ ইবনে মাসলামাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)। যখন আমরা যূ-খাশাব (নামক স্থানে) পৌঁছলাম, তখন একজন লোক আমাদের সামনে এলো। তার গলায় একটি মুসহাফ (কুরআন) ঝুলানো ছিল, সে তার তরবারি ঝুলিয়ে রেখেছিল এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল।
সে বলল: "নিশ্চয়ই এই লোকটি (খলীফা উসমানকে ইঙ্গিত করে) আমাদেরকে আদেশ করছে যে, আমরা যেন এই জিনিস (অর্থাৎ তরবারি) দ্বারা এর মধ্যে যা আছে (অর্থাৎ কুরআন), তার বিরুদ্ধে আঘাত করি।"
তখন মুহাম্মাদ (ইবনে মাসলামাহ) তাকে বললেন: "তুমি বসো। তুমি জন্মগ্রহণের পূর্বেই অথবা তোমার আগে থেকেই আমরা এই বস্তু (তরবারি) দ্বারা এর মধ্যে যা আছে (কুরআন), তার পক্ষে আঘাত হেনেছি (অর্থাৎ কুরআনের রক্ষায় লড়াই করেছি)।"
বর্ণনাকারী বলেন: লোকটি তাদের সাথে কথা বলতেই থাকল, যতক্ষণ না তারা (সাহাবীগণ) ফিরে গেলেন। আমর (ইবনে দীনার, জাবিরের ছাত্র) বলেন: আমি জাবিরকে বলতে শুনেছি, তারা (বিদ্রোহীরা) নাকি ধারণা করেছিল যে, তারা ইবনে সা’দ-এর কাছে পাঠানো একটি চিঠি খুঁজে পেয়েছিল, তবে আল্লাহই ভালো জানেন।