الحديث


إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ





إتحاف الخيرة المهرة (7937)


7937 - وَرَوَاهُ الطَّبَرَانِيُّ فِي الْكَبِيرِ بِسَنَدٍ رواته ثقات عن ثعلبة بن الحكم الصحابي قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "يَقُولُ اللَّهُ- عز وجل لِلْعُلَمَاءِ يَوْمَ الْقِيَامَةِ إِذَا قَعَدَ عَلَى كُرْسِيِّهِ لِفَصْلِ عِبَادِهِ: إِنِّيَ لَمْ أَجْعَلْ عِلْمِي وَحِلْمِي فِيكُمْ إِلَّا وَأَنَا أُرِيدُ أَنْ أَغْفِرَ لَكُمْ عَلَى مَا كَانَ فِيكُمْ وَلَا أُبَالِي".
قَالَ الْحَافِظُ الْمُنْذِرِيُّ: انْظُرْ إِلَى قَوْلِهِ سُبْحَانَهُ: "عِلْمِي وَحِلْمِي". وَأَمْعِنِ النظر يتضح لك بإضافته إليه- عز وجل أَنَّهُ لَيْسَ الْمُرَادُ بِهِ عِلْمُ أَكْثَرِ أَهْلِ الزَّمَانِ الْمُجَرَّدِ عَنِ الْعَمَلِ بِهِ وَالْإِخْلَاصِ".




অনুবাদঃ ৭৯৩৭ - আর এটি আত-তাবরানী তাঁর আল-কাবীর গ্রন্থে এমন সনদে বর্ণনা করেছেন যার বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য (সিকাহ), সা'লাবাহ ইবনুল হাকাম আস-সাহাবী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "কিয়ামতের দিন আল্লাহ আযযা ওয়া জাল্ল আলেমদেরকে বলবেন, যখন তিনি তাঁর বান্দাদের বিচার করার জন্য তাঁর কুরসীতে উপবিষ্ট হবেন: 'নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে আমার জ্ঞান (ইলম) ও আমার সহনশীলতা (হিলম) স্থাপন করিনি, তবে আমি চাই যে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব তোমাদের মধ্যে যা কিছু ছিল তার উপর, আর আমি পরোয়া করি না।'"

আল-হাফিজ আল-মুনযিরী (রাহিমাহুল্লাহ) বলেন: তাঁর (আল্লাহর) বাণী: "আমার জ্ঞান (ইলম) ও আমার সহনশীলতা (হিলম)"-এর দিকে লক্ষ্য করুন। আর গভীরভাবে চিন্তা করুন, তাহলে আযযা ওয়া জাল্ল-এর দিকে এর সম্বন্ধের কারণে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে এর দ্বারা উদ্দেশ্য বর্তমান যুগের অধিকাংশ লোকের সেই জ্ঞান নয় যা আমল ও ইখলাস (আন্তরিকতা) থেকে মুক্ত।