إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ
7936 - وَعَنْ أَبِي عُمَرَ الصَّنْعَانِيُّ قَالَ: "لَقِيتُهُ بِعَسَفَانَ قَالَ: إِذَا كَانَ يَوْمُ القيامة جيء بِالْعُلَمَاءِ فَإِذَا قَامُوا لِلْحِسَابِ قَالَ: إِنِّي لَمْ أَجْعَلْ حُكْمِي فِيكُمْ إِلَّا لِخَيْرٍ أُرِيدُهُ، فَادْخُلُوا الجنة بمافيكم".
رَوَاهُ مُسَدَّدٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دَاوُدَ، عَنْهُ بِهِ.
অনুবাদঃ ৭৯৩৬ - এবং আবূ উমার আস-সান'আনী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: "আমি তাঁর সাথে 'আসফান' নামক স্থানে সাক্ষাৎ করেছিলাম, তিনি বললেন: যখন কিয়ামতের দিন হবে, তখন আলিমদের (জ্ঞানীদের) আনা হবে। যখন তারা হিসাবের জন্য দাঁড়াবে, তখন (আল্লাহ) বলবেন: আমি তোমাদের মধ্যে আমার বিধান কেবল সেই কল্যাণের জন্যই স্থাপন করেছিলাম যা আমি চেয়েছিলাম। সুতরাং তোমরা তোমাদের (জ্ঞান ও আমলের) কারণে জান্নাতে প্রবেশ করো।"
এটি মুসাদ্দাদ বর্ণনা করেছেন, তিনি আব্দুল্লাহ ইবনু দাউদ থেকে, তিনি তাঁর (আবূ উমার আস-সান'আনী) থেকে এটি বর্ণনা করেছেন।