الحديث


إتحاف الخيرة المهرة
Ithaful Khiyaratil Maharah
ইতহাফুল খিয়ারাতিল মাহারাহ





إتحاف الخيرة المهرة (7919)


7919 - وَعَنْ أَبِي هُرَيْرَةَ- رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: "إن فِي الْجَنَّةِ لَعُمُدًا مِنْ يَاقُوتٍ، عَلَيْهَا غُرَفٌ مِنْ زَبَرْجَدٍ، لَهَا أَبْوَابٌ مُفَتَّحَةٌ، تُضِيءُ كَمَا يُضِيءُ الْكَوْكَبُ الدُّرِّيُّ. قُلْنَا: يَا رَسُولُ اللَّهِ، مَنْ يَسْكُنُهَا؟ قَالَ: الْمُتَحَابُّونَ فِي اللَّهِ- عز وجل وَالْمُتَجَالِسُونَ فِي اللَّهِ- عز وجل وَالْمُتَلَاقُونَ فِي اللَّهِ- عز وجل".
رَوَاهُ أَحْمَدُ بْنُ مَنِيعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ بِسَنَدٍ ضَعِيفٍ مَدَارُهُ عَلَى محمد بن أَبِي حُمَيْدٍ وَتَقَدَّمَ فِي بَابِ غُرَفِ الْجَنَّةِ.




অনুবাদঃ ৭৯১৯ - এবং আবূ হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "নিশ্চয় জান্নাতে ইয়াকূত পাথরের তৈরি এমন স্তম্ভসমূহ (খুঁটি) আছে, যার উপরে জাবারজাদ পাথরের তৈরি কক্ষসমূহ (বালাখানা) রয়েছে। সেগুলোর দরজা খোলা থাকবে, যা এমনভাবে আলো দেবে যেমন উজ্জ্বল নক্ষত্র আলো দেয়।" আমরা বললাম: হে আল্লাহর রাসূল, কারা সেখানে বসবাস করবে? তিনি বললেন: "যারা আল্লাহর (মহিমান্বিত ও সুমহান) জন্য একে অপরকে ভালোবাসে, এবং যারা আল্লাহর (মহিমান্বিত ও সুমহান) জন্য একত্রে বসে, এবং যারা আল্লাহর (মহিমান্বিত ও সুমহান) জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করে।"

এটি আহমাদ ইবনু মানী' এবং আব্দুল ইবনু হুমাইদ দুর্বল সনদ সহকারে বর্ণনা করেছেন। এর কেন্দ্রবিন্দু হলো মুহাম্মাদ ইবনু আবী হুমাইদ। আর এটি জান্নাতের কক্ষসমূহ (বালাখানা) অধ্যায়ে পূর্বে উল্লেখ করা হয়েছে।