الحديث


المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ





المطالب العالية (72)


72 - وَقَالَ مُسَدَّدٌ : حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، ثنا حَفْصُ بْنُ أَبِي دَاوُدَ، حَدَّثَنِي عَاصِمُ بْنُ بَهْدَلَةَ، قَالَ : ` رَأَيْتُ شَقِيقًا أَخَذَ مِنْ شَعْرِهِ، ثُمَّ دَخَلَ الْمَسْجِدَ فَصَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ وَلَمْ يَمَسَّ مَاءً ` *




অনুবাদঃ আসিম ইবনে বাহদালাহ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি শফীককে দেখেছি যে, তিনি তাঁর চুল থেকে কিছু অংশ কাটলেন, এরপর মসজিদে প্রবেশ করলেন এবং যুহরের ও আসরের সালাত আদায় করলেন, অথচ তিনি পানি স্পর্শ করেননি (অর্থাৎ নতুন করে ওযু করেননি)।