المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ
4779 - حَدَّثَنَا أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، حَدَّثَنَا أَبِي . . .، عَنْ حَمَّادٍ، عَنْ أُنَيْسَةَ بِنْتِ زَيْدِ بْنِ أَرْقَمَ، عَنْ أَبِيهَا، أَن ّالنَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى زَيْدٍ يَعُودُهُ مِنْ مَرَضٍ كَانَ بِهِ، فَقَالَ : ` لَيْسَ عَلَيْكَ مِنْ مَرَضِكَ هَذَا بَأْسٌ، وَلَكِنْ كَيْفَ بِكَ إِذَا عُمِّرْتَ بَعْدِي فَعَمِيتَ ؟ ` , قَالَ : إِذًا أَحْتَسِبُ وَأَصْبِرُ، قَالَ : ` إِذًا تَدْخُلُ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ ` , قَالَ : فَعَمِيَ بَعْدَمَا مَاتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ رَدَّ اللَّهُ عَلَيْهِ بَصَرَهُ، ثُمَّ مَاتَ *
অনুবাদঃ যায়েদ ইবনু আরকাম (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার যায়েদ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে প্রবেশ করলেন, যখন তিনি অসুস্থ ছিলেন এবং রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে দেখতে গিয়েছিলেন। তিনি (নবী সাঃ) বললেন, "তোমার এই অসুস্থতা নিয়ে ভয়ের কিছু নেই। তবে কেমন হবে, যদি তুমি আমার পরে দীর্ঘজীবী হও এবং অন্ধ হয়ে যাও?"
তিনি বললেন, "তখন আমি আল্লাহর কাছে সওয়াবের আশা করব এবং ধৈর্য ধারণ করব।"
তিনি (নবী সাঃ) বললেন, "তাহলে তুমি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।"
বর্ণনাকারী বলেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তিকালের পর তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। এরপর আল্লাহ তাঁকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। অতঃপর তিনি ইন্তিকাল করেন।