المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ
4778 - وَقَالَ أَبُو يَعْلَى : حَدَّثَنَا الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْقَاهِرِ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : ` يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا ` , قَالُوا : زِدْنَا يَا رَسُولَ اللَّهِ ! قَالَ : ` لِكُلِّ رَجُلٍ سَبْعُونَ أَلْفًا ` , قَالُوا : زِدْنَا يَا رَسُولَ اللَّهِ , وَكَانَ عَلَى كَثِيبٍ فَحَثَا بِيَدِهِ , قَالُوا : زِدْنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` هَذِهِ ` , فَحَثَا بِيَدَيْهِ، قَالُوا : يَا نَبِيَّ اللَّهِ، أَبْعَدَ اللَّهُ مَنْ دَخَلَ النَّارَ بَعْدَ هَذَا *
অনুবাদঃ আনাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার লোক জান্নাতে প্রবেশ করবে।"
সাহাবীরা বললেন, "ইয়া রাসূলাল্লাহ! আমাদের জন্য (এই সংখ্যা) আরো বাড়িয়ে দিন!" তিনি বললেন, "প্রত্যেক (সত্তর হাজার) লোকের সাথে (আরো) সত্তর হাজার করে (থাকবে)।"
তারা আবার বললেন, "ইয়া রাসূলাল্লাহ! আমাদের জন্য আরো বাড়িয়ে দিন!" (এ কথা বলার সময়) তিনি একটি বালির টিলার উপর ছিলেন। তিনি তাঁর হাত দিয়ে (এক মুঠো বালু তুলে) ছুঁড়ে মারলেন।
তারা (পুনরায়) বললেন, "ইয়া রাসূলাল্লাহ! আমাদের জন্য আরো বাড়িয়ে দিন!" নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "এই পরিমাণ," এবং তিনি তখন তাঁর দু’হাত ভরে (বালু) ছুঁড়ে মারলেন।
তখন তারা বললেন, "ইয়া আল্লাহর নবী! এরপরেও যারা জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ তাদের (তাঁর রহমত থেকে) দূরে সরিয়ে দিন (তারা কতই না হতভাগ্য হবে)!"