الحديث


المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ





المطالب العالية (4776)


4776 - قَالَ أَبُو بَكْرٍ : حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَتِيكٍ، عَنْ مُوسَى بْنِ وَرْدَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : جِئْتُ أَزُورُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَإِذَا هُوَ يُوحَى إِلَيْهِ، فَلَمَّا سُرِّيَ عَنْهُ , قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا : ` نَاوِلِينِي رِدَائِي ` , فَخَرَجَ فَدَخَلَ الْمَسْجِدَ، فَإِذَا فِيهِ قَوْمٌ لَيْسَ فِي الْمَسْجِدِ قَوْمٌ غَيْرُهُمْ، فَجَلَسَ فِي نَاحِيَةِ الْقَوْمِ، حَتَّى إِذَا قَضَى الْمُذَكِّرُ تَذْكِرَتَهُ قَرَأَ : تَنْزِيلَ السَّجْدَةَ، فَعَجَزَ النَّاسُ عَنِ الْمَسْجِدِ، فَأَرْسَلَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا إِلَى أَهْلِهَا : احْضُرُوا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَقَدْ رَأَيْتُ مِنْهُ شَيْئًا لَمْ أَرَهْ , قَالَ : فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ، فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَطَلْتَ السُّجُودَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ : ` سَجَدْتُ شُكْرًا لِرَبِّي فِيمَا أَعْطَانِي مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا يَدْخُلُونَ الْجَنَّةَ ` , فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ : يَا رَسُولَ اللَّهِ، أُمَّتُكَ أَكْثَرُ وَأَطْيَبُ فَاسْتَكْثِرْ لَهُمْ، حَتَّى قَالَ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا، فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ : بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ، قَدِ اسْتَوْعَبَتْكَ أُمَّتُكَ *




অনুবাদঃ আব্দুর রহমান ইবনে আবি বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং (তাঁর স্ত্রী) আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর সাথে সাক্ষাৎ করতে এলাম। তখন তাঁর প্রতি অহী নাযিল হচ্ছিল।

যখন তাঁর থেকে (অহীর অবস্থা) দূরীভূত হলো, তখন তিনি আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বললেন: "আমাকে আমার চাদরটি দাও।" এরপর তিনি বের হয়ে মসজিদে প্রবেশ করলেন। তিনি সেখানে গিয়ে একদল লোককে দেখতে পেলেন—মসজিদে তারা ছাড়া আর কেউ ছিল না। তিনি লোকজনের এক প্রান্তে বসলেন। যখন (উপদেশ দানকারী) ব্যক্তি তার উপদেশ শেষ করলেন, তখন তিনি সুরাহ আস-সাজদাহ তেলাওয়াত করলেন।

(সাজদার আয়াত তিলাওয়াত হওয়ার পর) লোকেরা (যেন বিস্ময়ে) নিস্তব্ধ হয়ে গেল। তখন আয়িশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) তাঁর পরিবারের কাছে এই বার্তা পাঠালেন: "আপনারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে উপস্থিত হোন। কারণ আমি তাঁর মধ্যে এমন কিছু দেখেছি যা আগে কখনও দেখিনি।"

(বর্ণনাকারী) বলেন: এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মাথা তুললেন। তখন আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: "হে আল্লাহর রাসুল! আপনি তো অনেক দীর্ঘ সিজদা করলেন।"

তিনি (নবী ﷺ) বললেন: "আমি আমার রবের শুকরিয়া আদায় করার জন্য সিজদা করলাম, কারণ তিনি আমাকে আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার লোককে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করানোর (সুসংবাদ) দান করেছেন।"

তখন আবু বকর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: "হে আল্লাহর রাসুল! আপনার উম্মত তো এর চেয়েও অনেক বেশি এবং উত্তম, সুতরাং আপনি তাদের জন্য আরও বেশি (লোক জান্নাতে প্রবেশের আবেদন) করুন।" তিনি এ কথা দুই বা তিনবার বললেন।

তখন উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) বললেন: "(আমার) পিতা আপনার জন্য উৎসর্গ হোন, হে আল্লাহর রাসুল! আপনার উম্মত তো আপনাকে আচ্ছন্ন করে ফেলেছে (অর্থাৎ আপনি তাদের জন্য যথেষ্ট করেছেন)।"