الحديث


المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ





المطالب العالية (4766)


4766 - وَقَالَ أَبُو بَكْرٍ : حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ صَالِحٍ، عَنْ عَمْرِو بْنِ رَبِيعَةَ، عَنِ الْحَسَنِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْجَنَّةِ كَيْفَ هِيَ ؟ قَالَ : ` مَنْ يَدْخُلُ الْجَنَّةَ يَحْيَا لَا يَمُوتُ، وَيَنْعَمُ حَتَّى لَا يَبْأَسُ، لَا تَبْلَى ثِيَابُهُ، وَلَا يَفْنَى شَبَابُهُ ` , قِيلَ : يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ بِنَاؤُهَا ؟ قَالَ : ` لَبِنَةٌ مِنْ فِضَّةٍ، وَلَبِنَةٌ مِنْ ذَهَبٍ، مِلَاطُهَا مِسْكٌ أَذْفَرُ، وَحَصْبَاؤُهَا اللُّؤْلُؤُ وَالْيَاقُوتُ، وَتُرَابُهَا الزَّعْفَرَانُ ` *




অনুবাদঃ ইবনে উমর (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করা হলো যে জান্নাত কেমন?

তিনি (রাসূলুল্লাহ সাঃ) বললেন: "যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সে চিরঞ্জীব থাকবে, সে আর মৃত্যুবরণ করবে না। সে এমন সুখ-স্বাচ্ছন্দ্য ভোগ করবে যে কখনোই দুঃখ-কষ্ট তাকে স্পর্শ করবে না। তার পোশাক পুরনো হবে না, আর তার যৌবনও শেষ হবে না।"

জিজ্ঞেস করা হলো: "ইয়া রাসূলুল্লাহ! জান্নাতের নির্মাণ কাঠামো কেমন?"

তিনি বললেন: "এর একটি ইট হবে রূপার এবং একটি ইট হবে সোনার। এর গাঁথুনি হবে সুগন্ধিময় কস্তুরী। এর নুড়িপাথর হবে মুক্তা ও ইয়াকুত, আর এর মাটি হবে জাফরান।"