المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ
4765 - وَقَالَ مُسَدَّدٌ : حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ : سَمِعْتُ أَبِي، يَقُولُ : سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، ` يَقُولُ أَهْلُ الْجَنَّةِ : انْطَلِقُوا بِنَا إِلَى السُّوقِ، فَيَنْطَلِقُونَ إِلَى مَنَابِرَ مِنْ كُثْبَانٍ مِنْ مِسْكٍ، أَوْ جِبَالٍ مِنْ مِسْكٍ، فَإِذَا رَجَعُوا إِلَى أَزْوَاجِهِمْ، يَقْولُ أَزْوَاجُهُمْ : إِنَّا لَنَجِدُ مِنْكُمْ رِيحًا مَا وَجَدْنَاهَا حِينَ، أَوْ حَتَّى خَرَجْتُمْ مِنْ عِنْدِنَا، قَالَ : وَيَقُولُ هَؤُلَاءِ : إِنَّا لَنَجِدُ مِنْكُمْ رِيحًا مَا وَجَدْنَاهَا حِينَ، أَوْ حَتَّى خَرَجْنَا مِنْ عِنْدِكُمْ `، أَوْ كَمَا قَالَ *
অনুবাদঃ আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: জান্নাতবাসীরা বলবে, ’চলো, আমরা বাজারে যাই।’ তখন তারা কস্তুরির বালুকারাশি অথবা কস্তুরির পর্বত দ্বারা তৈরি মিম্বারসমূহের দিকে যাবে।
এরপর যখন তারা তাদের স্ত্রীদের নিকট ফিরে আসবে, তখন তাদের স্ত্রীরা বলবে, ’আমরা আপনাদের কাছ থেকে এমন সুগন্ধ পাচ্ছি, যা আপনারা আমাদের নিকট থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত পাইনি।’
বর্ণনাকারী বলেন, আর জান্নাতবাসীরাও (তাদের স্ত্রীদের) বলবে, ’আমরাও তোমাদের কাছ থেকে এমন সুগন্ধ পাচ্ছি, যা আমরা তোমাদের কাছ থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত পাইনি।’