المطالب العالية
Al Matwalibul Aliyah
আল মাত্বালিবুল আলিয়াহ
4741 - وَقَالَ أَبُو يَعْلَى : حَدَّثَنَا خَلَفٌ، حَدَّثَنَا أَبُو الْمُطَرِّفِ الْمُغِيرَةُ الشَّامِيُّ، عَنِ الْعَرْزَمِيَّ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` إِذَا جَمَعَ اللَّهُ الْخَلَائِقَ يَوْمَ الْقِيَامَةِ، نَادَى مُنَادٍ : أَيْنَ أَهْلُ الْفَضْلِ ؟ فَيَقُومُ نَاسٌ وَهُمْ يَسِيرٌ، فَيَنْطَلِقُونَ إِلَى الْجَنَّةِ سِرَاعًا، فَتَلَقَّاهُمُ الْمَلَائِكَةُ، فَيَقُولُونَ : إِنَّا رَأَيْنَاكُمْ سِرَاعًا إِلَى الْجَنَّةِ، فَمَنْ أَنْتُمْ ؟ فَيَقُولُونَ : نَحْنُ أَهْلُ الْفَضْلِ , فَيَقُولُونَ : وَمَا فَضْلُكُمْ ؟ فَيَقُولُونَ : كُنَّا إِذْ ظُلِمْنَا صَبَرْنَا، وَإِذَا أُسِيءَ إِلَيْنَا عَفَوْنَا، وَإِذَا جُهِلَ عَلَيْنَا حَلُمْنَا، فَيُقَالُ لَهُمُ : ادْخُلُوا الْجَنَّةَ، فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ، ثُمَّ يُنَادِي مُنَادٍ : أَيْنَ أَهْلُ الصَّبْرِ ؟ فَيَتَقَدَّمُ نَاسٌ وَهُمْ يَسِيرٌ , فَيَنْطَلِقُونَ إِلَى الْجَنَّةِ سِرَاعًا، قَالَ : فَتَلَقَّاهُمُ الْمَلَائِكَةُ، فَيَقُولُونَ : إِنَّا نَرَاكُمْ سِرَاعًا إِلَى الْجَنَّةِ، فَمَنْ أَنْتُمْ ؟ فَيَقُولُونَ : نَحْنُ أَهْلُ الصَّبْرِ، فَيَقُولُونَ : وَمَا صَبْرُكُمْ ؟ فَيَقُولُونَ : كُنَّا نَصْبِرُ عَلَى طَاعَةِ اللَّهِ تَعَالَى، وَكُنَّا نَصْبِرُ عَنْ مَعَاصِي اللَّهِ عَزَّ وَجَلَّ، فَيُقَالُ لَهُمُ : ادْخُلُوا الْجَنَّةَ فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ، ثُمَّ يُنَادِي مُنَادٍ : أَيْنَ الْمُتَحَابُّونَ فِي اللَّهِ تَعَالَى ؟ أَوْ قَالَ : فِي ذَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ , شَكَّ أَبُو مُحَمَّدٍ فَيَقُومُ نَاسٌ وَهُمْ يَسِيرٌ، فَيَنْطَلِقُونَ إِلَى الْجَنَّةِ سِرَاعًا، فَتَلَقَّاهُمُ الْمَلَائِكَةُ، فَيَقُولُونَ : رَأَيْنَاكُمْ سِرَاعًا إِلَى الْجَنَّةِ، فَمَنْ أَنْتُمْ ؟ فَيَقُولُونَ : نَحْنُ الْمُتَحَابُّونَ فِي اللَّهِ عَزَّ وَجَلَّ، أَوْ فِي ذَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَيَقُولُونَ : وَمَا كَانَ تَحَابُّكُمْ ؟ فَيَقُولُونَ : كُنَّا نَتَحَابُّ فِي اللَّهِ، وَنَتَزَاوَرُ فِي اللَّهِ تَعَالَى، وَنَتَعَاطَفُ فِي اللَّهِ تَعَالَى، وَنَتَنَاوَلُ فِي اللَّهِ تَعَالَى , فَيُقَالُ لَهُمُ : ادْخُلُوا الْجَنَّةَ، فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ ` , قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` ثُمَّ يَضَعُ اللَّهُ الْمَوَازِينَ لِلْحِسَابِ، بَعْدَمَا يَدْخُلُ هَؤُلَاءِ الْجَنَّةَ ` , ضَعِيفٌ *
অনুবাদঃ আমর ইবন শুআইব (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর দাদা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন সকল সৃষ্টিকুলকে একত্রিত করবেন, তখন একজন ঘোষণাকারী (মুনাদী) ঘোষণা করবেন: ‘ফজিলতপ্রাপ্ত লোকেরা (আহলুল ফযল) কোথায়?’
তখন অল্প সংখ্যক কিছু লোক দাঁড়িয়ে যাবে। তারা দ্রুত জান্নাতের দিকে এগিয়ে যাবে। ফেরেশতাগণ তাদের সঙ্গে দেখা করে বলবেন: ‘আমরা দেখছি আপনারা দ্রুত জান্নাতের দিকে যাচ্ছেন, আপনারা কারা?’
তারা উত্তরে বলবে: ‘আমরা আহলুল ফযল (ফজিলতপ্রাপ্ত)।’ ফেরেশতাগণ বলবেন: ‘তোমাদের ফজিলত কী ছিল?’ তারা বলবে: ‘যখন আমাদের প্রতি জুলুম করা হতো, তখন আমরা ধৈর্য ধারণ করতাম; যখন আমাদের সাথে খারাপ ব্যবহার করা হতো, তখন আমরা ক্ষমা করে দিতাম; আর যখন আমাদের সাথে মূর্খতা দেখানো হতো, তখন আমরা সহনশীলতা অবলম্বন করতাম।’
তখন তাদের বলা হবে: ‘তোমরা জান্নাতে প্রবেশ করো। আমলকারীদের জন্য কতই না উত্তম প্রতিদান!’
এরপর একজন ঘোষণাকারী ঘোষণা করবেন: ‘ধৈর্যশীল লোকেরা (আহলুস সবর) কোথায়?’ তখন অল্প সংখ্যক কিছু লোক এগিয়ে যাবে এবং দ্রুত জান্নাতের দিকে চলতে থাকবে। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন: ফেরেশতাগণ তাদের সঙ্গে দেখা করে বলবেন: ‘আমরা দেখছি আপনারা দ্রুত জান্নাতের দিকে যাচ্ছেন, আপনারা কারা?’
তারা বলবে: ‘আমরা আহলুস সবর (ধৈর্যশীল)।’ ফেরেশতাগণ বলবেন: ‘তোমাদের ধৈর্য কেমন ছিল?’ তারা বলবে: ‘আমরা আল্লাহ তাআলার আনুগত্যের উপর ধৈর্য ধারণ করতাম এবং আল্লাহ আযযা ওয়া জাল্লার নাফরমানি থেকে বিরত থাকার উপর ধৈর্য ধারণ করতাম।’
তখন তাদের বলা হবে: ‘তোমরা জান্নাতে প্রবেশ করো। আমলকারীদের জন্য কতই না উত্তম প্রতিদান!’
এরপর একজন ঘোষণাকারী ঘোষণা করবেন: ‘আল্লাহ তাআলার জন্য (পরস্পর) ভালোবাসাকারীগণ (আল-মুতাহাব্বুন ফীল্লাহ) কোথায়?’ অথবা তিনি বললেন: ‘আল্লাহ আযযা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য যারা ভালোবাসত?’—তখন অল্প সংখ্যক কিছু লোক দাঁড়িয়ে যাবে এবং দ্রুত জান্নাতের দিকে চলতে থাকবে। ফেরেশতাগণ তাদের সঙ্গে দেখা করে বলবেন: ‘আমরা দেখছি আপনারা দ্রুত জান্নাতের দিকে যাচ্ছেন, আপনারা কারা?’
তারা বলবে: ‘আমরা আল্লাহ আযযা ওয়া জাল্লার জন্য ভালোবাসাকারীগণ।’ অথবা তারা বলবে: ‘আল্লাহ আযযা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য ভালোবাসাকারীগণ।’ ফেরেশতাগণ বলবেন: ‘তোমাদের এই ভালোবাসার কারণ কী ছিল?’ তারা বলবে: ‘আমরা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসতাম, আল্লাহর জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করতাম, আল্লাহর জন্য পরস্পরের প্রতি দয়া প্রদর্শন করতাম এবং আল্লাহর জন্য দান করতাম (অথবা আল্লাহর জন্য আদান-প্রদান করতাম)।’
তখন তাদের বলা হবে: ‘তোমরা জান্নাতে প্রবেশ করো। আমলকারীদের জন্য কতই না উত্তম প্রতিদান!’
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: ‘এদের জান্নাতে প্রবেশের পরই আল্লাহ তাআলা হিসাবের জন্য পাল্লা স্থাপন করবেন।’"