إتحاف المهرة
Ithaful Maharah
ইতহাফুল মাহারাহ
180 - حَدِيثٌ (الْبَزَّارُ) : لَمَّا أُصِيبَ زَيْدُ بْنُ حَارِثَةَ جَاءَ أُسَامَةُ فَوَقَفَ عَلَيْهِ ، فَدَمِعَتْ عَيْنَاهُ ، فَتَنَحَّى ، فَلَمَّا كَانَ مِنَ الْغَدِ ، جَاءَ فَوَقَفَ عَلَيْهِ وَقَالَ: أَلا فِي سَبِيلِ اللَّهِ مَا لاقَيْتُ مِنْكَ أَمْسِ فَنُحِّيَ.
رَوَاهُ الْبَزَّارُ: عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدٍ الْبَصْرَاوِيِّ ، عَنْ أَبِي أُسَامَةَ ، عَنْ إِسْمَاعِيلَ ، عَنْ قَيْسٍ ، عَنْ أُسَامَةَ، بِهِ.
ـ
অনুবাদঃ উসামা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, যখন যায়দ ইবনে হারিসা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) শাহাদাত বরণ করলেন, উসামা এসে তাঁর পাশে দাঁড়ালেন। তখন তাঁর দু’চোখ অশ্রুসিক্ত হলো এবং তিনি সরে গেলেন। যখন পরের দিন হলো, তিনি আবার এসে তাঁর পাশে দাঁড়ালেন এবং বললেন: “গতকাল তোমার কারণে আমার যে (দুঃখ) ভোগ করতে হয়েছে, তা কি আল্লাহর পথেই (স্বীকার করিনি)?” অতঃপর তাঁকে সরিয়ে দেওয়া হলো।