إتحاف المهرة
Ithaful Maharah
ইতহাফুল মাহারাহ
163 - حَدِيثٌ (كم) : قَالَ الْحَاكِمُ: ثنا أَبُو جَعْفَرٍ الْبَغْدَادِيُّ ، ثنا أَبُو عُلاثَةَ ، ثَنَا أَبِي ، ثنا ابْنُ لَهِيعَةَ ، ثَنا أَبُو الأَسْوَدِ ، عَنْ عُرْوَةَ ، قَالَ: أُسَامَةُ بْنُ زَيْدِ بْنِ حَارِثَةَ بْنِ شُرَاحِيلَ بْنِ كَعْبِ بْنِ عَبْدِ الْعُزَّى بْنِ يَزِيدَ بْنِ امْرِئِ الْقَيْسِ الْكَلْبِيُّ ، أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَرَسُولُهُ. قَالَ: وَأَخْبَرَنِي بِهَذَا النَّسَبِ أَحْمَدُ بْنُ يَعْقُوبَ ، ثَنَا مُوسَى ، ثنا شَبَابٌ الْعُصْفُرِيُّ ، وَزَادَ فِيهِ: وَأُمُّهُ أُمُّ أَيْمَنَ مَوْلاةُ النَّبِيِّ ، صلى الله عليه وسلم، مَاتَ بِالْمَدِينَةِ فِي خِلافَةِ مُعَاوِيَةَ ، وَهُوَ ابْنُ سِتِّينَ سَنَةً ، وَكَانَ يُكْنَى: أَبَا مُحَمَّدٍ.
অনুবাদঃ উরওয়াহ থেকে বর্ণিত, তিনি বলেন, উসামা ইবনু যায়িদ ইবনু হারিসা ইবনু শুরাহীল ইবনু কা'ব ইবনু আব্দিল 'উযযা ইবনু ইয়াযীদ ইবনু ইমরু'উল কায়স আল-কালবী। আল্লাহ তাঁর এবং তাঁর রাসূলের প্রতি অনুগ্রহ করেছেন। (বর্ণনাকারী) বললেন: আহমাদ ইবনু ইয়া'কূব আমাকে এই বংশপরম্পরা সম্পর্কে অবহিত করেছেন, তাঁকে মূসা ও শাবাব আল-উস্ফুরী বর্ণনা করেছেন। আর তিনি এতে যোগ করেছেন: তাঁর মাতা হলেন উম্মু আইমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা), যিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আযাদকৃত দাসী ছিলেন। তিনি মু'আবিয়াহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর খিলাফতের সময় মদীনায় ইন্তেকাল করেন, যখন তাঁর বয়স হয়েছিল ষাট বছর। আর তাঁর কুনিয়াত (উপনাম) ছিল আবূ মুহাম্মাদ।