إتحاف المهرة
Ithaful Maharah
ইতহাফুল মাহারাহ
131 - حَدِيثٌ (مي حب قط) : أَنَّهُ سَأَلَ النَّبِيَّ ، صلى الله عليه وسلم، عَنْ حُمَّى الأَرَاكِ. . . الْحَدِيثَ.
مي فِي الْبُيُوعِ: عَنِ الْحُمَيْدِيِّ بِإِسْنَادِ الَّذِي قَبْلَهُ.
حب فِي الثَّالِثِ مِنَ الْخَامِسِ: عَنْ أَبِي خَلِيفَةَ، بِهِ.
قط فِي الأَحْكَامِ: ثنا أَبِي ، ثنا ابْنُ نَاجِيَةَ ، ثنا ابْنُ أَبِي سَمِينَةَ ، ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ قَيْسٍ، بِهِ.
অনুবাদঃ ১৩১ - একটি হাদীস (মি, হুব, কুত): যে, তিনি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে আরাক বৃক্ষের জ্বর সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন... (সম্পূর্ণ) হাদীস।
মি (আল-বুয়ূ' অধ্যায়ে): আল-হুমাইদীর সূত্রে, এর পূর্ববর্তী (রাবীর) সনদ দ্বারা।
হুব (পঞ্চম খণ্ডের তৃতীয় অংশে): আবূ খালীফার সূত্রে, এর মাধ্যমে (ঐ একই সনদ)।
কুত (আল-আহকাম-এ): বর্ণনা করেছেন আমার পিতা, বর্ণনা করেছেন ইবনু নাজিয়াহ, বর্ণনা করেছেন ইবনু আবী সামীনাহ, বর্ণনা করেছেন মুহাম্মাদ ইবনু ইয়াহইয়া ইবনু কাইস, এর মাধ্যমে (ঐ একই সনদ)।