الحديث


إتحاف المهرة
Ithaful Maharah
ইতহাফুল মাহারাহ





إتحاف المهرة (104)


104 - حَدِيثٌ (عم) : إِنَّ آدَمَ لَمَّا حَضَرَهُ الْمَوْتُ ، قَالَ لِبَنِيهِ ، أَيْ بَنِيَّ إِنِّي أَشْتَهِي مِنْ ثِمَارِ الْجَنَّةِ. . . الْحَدِيثَ فِي مَوْتِ آدَمَ وَغُسْلِهِ وَكَفَنِهِ وَدَفْنِهِ.
قَالَ عَبْدُ اللَّهِ: ثنا هُدْبَةُ بْنُ خَالِدٍ ، ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ حُمَيْدٍ ، عَنِ الْحَسَنِ ، عَنْ عُتَيٍّ ، قَالَ: رَأَيْتُ شَيْخًا بِالْمَدِينَةِ يَتَكَلَّمُ ، فَسَأَلْتُ عَنْهُ؟ فَقَالُوا: هَذَا أُبَيُّ بْنُ كَعْبٍ ، فَقَالَ: إِنَّ آدَمَ. الْحَدِيثَ.
ـ‌.




অনুবাদঃ উবাই ইবনে কা'ব (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত। উতাই বলেন: আমি মদীনায় একজন বৃদ্ধকে কথা বলতে দেখেছিলাম। আমি তাঁর সম্পর্কে জিজ্ঞেস করলাম? লোকেরা বললো: ইনিই হলেন উবাই ইবনে কা'ব। অতঃপর তিনি বললেন: যখন আদম (আঃ)-এর মৃত্যুর সময় উপস্থিত হলো, তখন তিনি তাঁর পুত্রদেরকে বললেন, হে আমার পুত্রগণ, আমি জান্নাতের ফল খেতে চাই। (এই হাদীসে আদম (আঃ)-এর মৃত্যু, গোসল, কাফন এবং দাফন সম্পর্কে বর্ণনা রয়েছে।)