الشريعة للآجري
Ash Shariyyah lil Ajurri
আশ শারইয়্যাহ লিল আজুররী
45 - وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الْحَمِيدِ قَالَ: حَدَّثَنَا ابْنُ الْمُقْرِئِ قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ مَعْمَرٍ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ قَالَ: ذُكِرَ لِابْنِ عَبَّاسٍ الْخَوَارِجُ وَمَا يُصِيبُهُمْ عِنْدَ قِرَاءَةِ الْقُرْآنِ؟ قَالَ: " يُؤْمِنُونَ بِمُحْكَمِهِ، وَيَضِلُّونَ عَنْ مُتَشَابِهِهِ وَقَرَأَ {وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ} [آل عمران: 7] فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ "
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদিয়াল্লাহু আনহু)-এর নিকট খাওয়ারিজ (খারেজি)-দের এবং কুরআন পাঠের সময় তাদের উপর কী প্রভাব পড়ে, সে সম্পর্কে আলোচনা করা হলে তিনি বললেন: "তারা কুরআনের মুহকাম (সুস্পষ্ট) আয়াতসমূহে বিশ্বাস করে, কিন্তু এর মুতাশাবিহ (অস্পষ্ট) আয়াতসমূহ থেকে পথভ্রষ্ট হয়।"\\\\r\\\\n\\\\r\\\\nএরপর তিনি পাঠ করলেন: "অথচ এর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর যারা জ্ঞানে সুপ্রতিষ্ঠিত, তারা বলে: আমরা এতে বিশ্বাস করি..." (সূরা আলে ইমরান: ৭)।