الشريعة للآجري
Ash Shariyyah lil Ajurri
আশ শারইয়্যাহ লিল আজুররী
2047 - وَحَدَّثَنَا الْفِرْيَابِيُّ قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ قَالَ: سَمِعْتُ جَدَّي أَسْمَاءَ تُحَدِّثُ قَالَتْ: دَخَلَ رَجُلَانِ عَلَى مُحَمَّدِ بْنِ سِيرِينَ مِنْ أَهْلِ الْأَهْوَاءِ ، فَقَالَا: يَا أَبَا بَكْرٍ نُحَدِّثُكَ ، قَالَ: لَا ، قَالَا: فَنَقْرَأُ عَلَيْكَ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ عز وجل ، قَالَ: لَا ، لَتَقُومَنَّ عَنِّي أَوْ لَأَقُومَنَّهُ ، فَقَامَ الرَّجُلَانِ فَخَرَجَا
অনুবাদঃ আসমা’ বর্ণনা করেন, তিনি বললেন: আহলুল আহওয়ার (নব্য মতবাদের অনুসারীদের) অন্তর্ভুক্ত দু’জন লোক মুহাম্মাদ ইবনু সীরীনের নিকট প্রবেশ করল। তারা দুজন বলল, ‘হে আবূ বাকর! আমরা কি আপনাকে কিছু হাদিস শোনাব?’ তিনি বললেন, ‘না।’ তারা দুজন বলল, ‘তাহলে আমরা কি আপনার কাছে পরাক্রমশালী ও মহিমান্বিত আল্লাহ্র কিতাবের একটি আয়াত তিলাওয়াত করব?’ তিনি বললেন, ‘না। হয় তোমরা আমার কাছ থেকে উঠে যাবে, না হয় আমি উঠে যাব।’ অতঃপর লোক দুজন উঠে গেল এবং বের হয়ে গেল।