شرح مشكل الآثار
Sharhu Mushkilil-Asar
শারহু মুশকিলিল-আসার
6126 - وَحَدَّثَنَا يُونُسُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، أَنَّ مُحَمَّدَ بْنَ الْمُنْكَدِرِ، حَدَّثَهُ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ: أَنَّ الْيَهُودَ، قَالُوا لِلْمُسْلِمِينَ: مَنْ أَتَى امْرَأَةً مُدْبِرَةً جَاءَ وَلَدُهَا أَحْوَلَ، فَأَنْزَلَ اللهُ تَعَالَى هَذِهِ الْآيَةَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مُقْبِلَةً وَمُدْبِرَةً مَا كَانَ فِي الْفَرْجِ مِنْ قُبُلِهَا، لَا إِلَى مَا سِوَاهُ " فَعَادَتْ هَذِهِ الْآثَارُ فِي الْحَظْرِ لِوَطْءِ النِّسَاءِ فِي أَدْبَارِهِنَّ، لَا إِلَى الْإِبَاحَةِ لِذَلِكَ وَقَدْ ذَكَرَ قَوْمٌ أَنَّ الْآيَةَ كَانَ نُزُولُهَا فِي غَيْرِ هَذَا الْمَعْنَى، وَذُكِرَ فِي ذَلِكَ
অনুবাদঃ জাবির ইবনে আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
ইহুদিরা মুসলিমদেরকে বলেছিল, ’যে ব্যক্তি তার স্ত্রীর সাথে পিছন দিক থেকে (ভিন্ন ভঙ্গিতে) সহবাস করে, তার সন্তান ট্যারা হয়।’
তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ’(আগমণ) সামনের দিক থেকে হোক বা পিছনের দিক থেকে হোক, যতক্ষণ তা যোনিপথের মধ্যে থাকে, অন্য কোনো স্থানে (পায়ুপথে) নয়।’
এই বর্ণনাগুলো স্ত্রীদের সাথে তাদের পায়ুপথে সহবাস নিষিদ্ধ হওয়ার (হারামের) ব্যাপারটিকেই সুপ্রতিষ্ঠিত করে, এর বৈধতার দিকে নয়। আর কিছু লোক উল্লেখ করেছেন যে, আয়াতটি ভিন্ন প্রসঙ্গে নাযিল হয়েছিল, এবং সে বিষয়েও আলোচনা রয়েছে।