الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (34)


34 - أخبرنَا إِسْمَاعِيل بن مَسْعُود عَن خَالِد قَالَ أَنا شُعْبَة عَن عَمْرو ابْن مرّة قَالَ سَمِعت أَبَا حَمْزَة مولى الْأَنْصَار قَالَ سَمِعت زيد بن أَرقم يَقُول أول من صلى مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَقَالَ فِي مَوضِع آخر أول من أسلم عَليّ




অনুবাদঃ ৩৪ – আমাদেরকে ইসমাঈল ইব্‌ন মাসঊদ খবর দিয়েছেন, তিনি খালিদ থেকে, তিনি বলেন, শু'বা আমাদের কাছে বর্ণনা করেছেন, তিনি আমর ইব্‌ন মুররাহ থেকে, যিনি বলেছেন, আমি আনসারদের মাওলা আবূ হামযাকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি যায়দ ইব্‌ন আরকামকে (রাঃ) বলতে শুনেছি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে প্রথম যিনি সালাত আদায় করেন। আর তিনি (অর্থাৎ যায়দ ইব্‌ন আরকাম) অন্য এক স্থানে বলেছেন, প্রথম যিনি ইসলাম গ্রহণ করেন, তিনি হলেন আলী (রাঃ)।

[নোটঃ AI দ্বারা অনূদিত]