الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (30)


30 - أخبرنَا عَليّ بن حجر قَالَ أَنا إِسْمَاعِيل عَن مُحَمَّد بن عَمْرو عَن أبي سَلمَة عَن نَافِع بن عبد الْحَارِث الْخُزَاعِيّ قَالَ دخل رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم حَائِطا من حَوَائِط الْمَدِينَة فَقَالَ لِبلَال أمسك عَليّ الْبَاب فجَاء أَبُو بكر فَاسْتَأْذن وَرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جَالس على القف مَادًّا رجلَيْهِ فجَاء بِلَال فَقَالَ هَذَا أَبُو بكر يسْتَأْذن فَقَالَ إِذن لَهُ وبشره بِالْجنَّةِ فجَاء فَجَلَسَ ودلى رجلَيْهِ على القف مَعَه ثمَّ ضرب الْبَاب فجَاء بِلَال فَقَالَ هَذَا عمر يسْتَأْذن قَالَ إئذن لَهُ وبشره بِالْجنَّةِ قَالَ
فجَاء فَجَلَسَ مَعَه على القف ودلى رجلَيْهِ ثمَّ ضرب الْبَاب فجَاء بِلَال فَقَالَ هَذَا عُثْمَان يسْتَأْذن قَالَ إئذن لَهُ وبشره بِالْجنَّةِ وَمَعَهَا بلَاء




অনুবাদঃ ৩০ - আমাদের নিকট বর্ণনা করেছেন আলী ইবনে হুজর, তিনি বলেন, আমাদের নিকট (খবর দিয়েছেন) ইসমাঈল, তিনি মুহাম্মাদ ইবনে আমর থেকে, তিনি আবু সালামা থেকে, তিনি নাফে’ ইবনে আব্দুল হারিস আল-খুযা’ঈ থেকে।

তিনি বললেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মদীনার বাগানগুলোর মধ্যে একটি বাগানে প্রবেশ করলেন। অতঃপর তিনি বিলাল (রাঃ)-কে বললেন, "আমার জন্য দরজাটি ধরে রাখো (বা পাহারা দাও)।" অতঃপর আবু বকর (রাঃ) আসলেন এবং প্রবেশের অনুমতি চাইলেন। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) 'ক্বাফ' (উঁচু স্থান বা কিনার)-এর উপর তাঁর দু'পা ছড়িয়ে দিয়ে বসে ছিলেন। অতঃপর বিলাল (রাঃ) এসে বললেন, "ইনি আবু বকর, তিনি প্রবেশের অনুমতি চাইছেন।" তিনি বললেন, "তাকে অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও।" অতঃপর তিনি এসে বসলেন এবং তাঁর সাথে ক্বাফের উপর তাঁর দু'পা ঝুলিয়ে দিলেন। অতঃপর দরজায় আঘাত করা হলো। তখন বিলাল (রাঃ) এসে বললেন, "ইনি উমার, তিনি প্রবেশের অনুমতি চাইছেন।" তিনি বললেন, "তাকে অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও।" তিনি বললেন: অতঃপর তিনি এসে তাঁর সাথে ক্বাফের উপর বসলেন এবং তাঁর দু'পা ঝুলিয়ে দিলেন। অতঃপর দরজায় আঘাত করা হলো। তখন বিলাল (রাঃ) এসে বললেন, "ইনি উসমান, তিনি প্রবেশের অনুমতি চাইছেন।" তিনি বললেন, "তাকে অনুমতি দাও এবং জান্নাতের সুসংবাদ দাও, আর তার সাথে থাকবে এক বালা (পরীক্ষা বা বিপদ)।"

[নোটঃ AI দ্বারা অনূদিত]