فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ
فضائل الصحابة للنسائي (278)
278 - أخبرنَا عَليّ بن الْحُسَيْن وَمُحَمّد بن الْمثنى قَالَا أَنا خَالِد قَالَ أَنا حميد قَالَ أنس قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أأخلت الْجنَّة فَسمِعت خشفة بَين يَدي فَإِذا أَنا بالغميصاء ابْنة ملْحَان قَالَ حميد هِيَ أم سليم
অনুবাদঃ ২৮৮ - আমাদেরকে জানিয়েছেন আলী ইবনুল হুসায়ন এবং মুহাম্মাদ ইবনুল মুছান্না, তাঁরা দু'জন বলেছেন, আমাদেরকে খালিদ জানিয়েছেন, তিনি বলেছেন, আমাদেরকে হুমায়দ জানিয়েছেন, তিনি বলেছেন, আনাস (রা.) বলেছেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (সা.) বলেছেন: "জান্নাত কি খালি করা হয়েছে? তখন আমি আমার সামনে একটি পদধ্বনি শুনলাম। তখনই আমি দেখলাম আল-গুমাইসা বিনতে মিলহানকে।" হুমায়দ বলেছেন, তিনি হলেন উম্মু সুলাইম।
[নোটঃ AI দ্বারা অনূদিত]