الحديث


فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ





فضائل الصحابة للنسائي (276)


276 - أخبرنَا أَبُو بكر بن إِسْحَاق ثَنَا شَاذان قَالَ ثَنَا حَمَّاد بن زيد عَن هِشَام بن عُرْوَة عَن أَبِيه عَن عَائِشَة قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا أم سَلمَة لَا تؤذيني فِي عَائِشَة فَإِنَّهُ وَالله مَا أَتَانِي الْوَحْي فِي لِحَاف امْرَأَة مِنْكُن إِلَّا هِيَ




অনুবাদঃ আবূ বকর ইবনু ইসহাক আমাদের নিকট খবর দিয়েছেন। শা’যান আমাদের নিকট বর্ণনা করেছেন। তিনি (শা’যান) বলেন: হাম্মাদ ইবনু যাইদ আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি হিশাম ইবনু উরওয়াহ থেকে, তিনি তাঁর পিতা থেকে, তিনি আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) থেকে। তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "হে উম্মু সালামাহ! আয়িশার ব্যাপারে আমাকে কষ্ট দিও না। কারণ, আল্লাহর কসম! তোমাদের স্ত্রীদের মধ্যে একমাত্র সে (আয়িশাহ) ব্যতীত আর কারো চাদরের নিচে থাকা অবস্থায় আমার নিকট অহী আসেনি।"

[নোটঃ AI দ্বারা অনূদিত]