فضائل الصحابة للنسائي
Fadailus-Sahabah lin-Nasa’i
ফাদায়িলুস সাহাবাহ লিন-নাসাঈ
فضائل الصحابة للنسائي (244)
244 - أخبرنَا قُتَيْبَة بن سعيد قَالَ أَنا جَعْفَر يَعْنِي ابْن سلمَان عَن ثَابت عَن أنس قَالَ كَانَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يزور الْأَنْصَار فَيسلم على صبيانهم وَيمْسَح برؤوسهم وَيَدْعُو لَهُم
أَبنَاء أَبنَاء الْأَنْصَار رَضِي الله عَنْهُم
অনুবাদঃ ২৪৪ - কুতাইবা ইবনু সাঈদ আমাদের খবর দিয়েছেন, তিনি বলেন, জা'ফর অর্থাৎ ইবনু সুলায়মান, সাবিত থেকে, তিনি আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণনা করেন, তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আনসারদের সাথে সাক্ষাৎ করতেন, আর তাদের শিশুদেরকে সালাম দিতেন, তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন এবং তাদের জন্য দু'আ করতেন।
আনসারদের নাতি-পুতিরা। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হোন।
[নোটঃ AI দ্বারা অনূদিত]