جامع بيان العلم وفضله
Jami’ Bayan Al-Ilm wa Fadlihi
জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
جامع بيان العلم وفضله (2425)
2425 - وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ لَا يُجَالِسُ النَّاسَ وَنَزَلَ الْمَقْبَرَةَ فَكَانَ لَا يَكَادُ يُرَى إِلَّا وَفِي يَدِهِ دَفْتَرٌ، فَسُئِلَ عَنْ ذَلِكَ فَقَالَ: لَمْ أَرْ قَطُّ أَوْعَظَ مِنْ قَبْرٍ وَلَا أَمْتَعَ مِنْ دَفْتَرٍ وَلَا أَسْلَمَ مِنْ وَحْدَةٍ،
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে আব্দুল আযীয ইবনে উমর ইবনে আব্দুল আযীয (রাহিমাহুল্লাহ) লোকজনের সাথে মেলামেশা করতেন না এবং তিনি কবরস্থানে গিয়ে অবস্থান গ্রহণ করেন। তাঁকে খুব কমই দেখা যেত, যখন তাঁর হাতে কোনো খাতা বা দপ্তর থাকত না। এ বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন: "আমি কবরের চেয়ে অধিক উপদেশমূলক, দপ্তরের (লেখার) চেয়ে অধিক উপকারী এবং একাকীত্বের চেয়ে অধিক নিরাপদ আর কিছু কখনো দেখিনি।"