جامع بيان العلم وفضله
Jami’ Bayan Al-Ilm wa Fadlihi
জামি বায়ানিল ইলম্ ওয়া ফাদলিহি
جامع بيان العلم وفضله (2422)
2422 - وَقَالَ بَعْضُ الْبَصْرِيِّينَ:
الْعِلْمُ آنَسُ صَاحِبٍ ... أَخْلَوُ بِهِ فِي وَحْدَتِي
فَإِذَا اهْتَمَمْتُ فَسَلْوَتِي ... وَإِذَا خَلَوْتُ فَلَذَّتِي
وَيُرْوَى: وَإِذَا نَشِطْتُ فَلَذَّتِي. -[1231]-
অনুবাদঃ বাসরার কতিপয় মনীষী/বাসরীগণ বলেছেন:
ইলম (জ্ঞান) হলো সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু,
যাকে নিয়ে আমি আমার একাকীত্বে নির্জনতা অবলম্বন করি।
যখন আমি চিন্তিত ও উদ্বিগ্ন হই, তখন এটিই আমার সান্ত্বনা,
আর যখন আমি একাকী থাকি, তখন এটিই আমার পরম তৃপ্তি ও আনন্দ।
(অন্য বর্ণনায় রয়েছে: যখন আমি উদ্যমী হই, তখন এটিই আমার পরম তৃপ্তি ও আনন্দ।)