مختصر الأحكام
Mukhtasarul Ahkam
মুখতাসারুল আহকাম
مختصر الأحكام (1556)
1556 - فَقَالَ رَجُلٌ : يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا , وَنَعْلُهُ حَسَنَةً ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ . الْكِبْرُ : مَنْ بَطَرَ الْحَقَّ ، وَغَمَصَ النَّاسَ “ . هَذَا حَدِيثٌ ` حَسَنٌ ` . *
অনুবাদঃ এক ব্যক্তি বলল, "হে আল্লাহর রাসূল! যদি কোনো লোক চায় যে তার পোশাক সুন্দর হোক এবং তার জুতোও সুন্দর হোক (তবে কি এটা অহংকার)?" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ মনে করা।"