الحديث


مختصر الأحكام
Mukhtasarul Ahkam
মুখতাসারুল আহকাম





مختصر الأحكام (1553)


1553 - نا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ ، قَالَ : نا هُشَيْمٌ قَالَ : نا الْكَوْثَرُ بْنُ حَكِيمٍ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : “ يَابْنَ أُمِّ عَبْدٍ , أَتَدْرِي مَنْ أَفْضَلِ الْمُؤْمِنِينَ إِيمَانًا ؟ ` قَالَ : اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ . قَالَ : “ أَحْسَنُهُمْ أَخْلاقًا ؛ الْمُوَطِّئُونَ أَكْنَافًا لا يَبْلُغُ عَبْدٌ حَقِيقَةَ الإِيمَانِ حَتَّى يُحِبَّ لِلنَّاسِ مَا يُحِبُّ لِنَفْسِهِ , وَحَتَّى يَأْمَنَ جَارُهُ بَوَائِقَهُ “ . *




অনুবাদঃ ইবনে উমার (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “হে উম্মু আবদ-এর পুত্র! তুমি কি জানো ঈমানের দিক থেকে মুমিনদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ?” সে বলল: আল্লাহ এবং তাঁর রাসূলই সর্বাধিক অবগত। তিনি বললেন: "তাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিরাই (সর্বশ্রেষ্ঠ); যারা বিনয়ী ও নম্র স্বভাবের। কোনো বানলা ঈমানের প্রকৃত স্তরে পৌঁছাতে পারে না, যতক্ষণ না সে মানুষের জন্য তাই ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে, এবং যতক্ষণ না তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে।"