مختصر الأحكام
Mukhtasarul Ahkam
মুখতাসারুল আহকাম
1535 - نا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ , وَمُحَمَّدُ بْنُ الْوَلِيدِ الْقُرَشِيُّ ، قَالا : نا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، قَالَ : نا شُعْبَةُ , عَنِ الْحَكَمِ قَالَ : سَمِعْتُ ذَرًّا يُحَدِّثُ عَنْ وَائِلِ بْنِ مهانَةَ , عَنْ عَبْدِ اللَّهِ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لِلنِّسَاءِ : “ تَصَدَّقْنَ ؛ فَإِنَّكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ . ` . قَالَتِ امْرَأَةٌ مِنْ عِلْيَةِ النَّاسِ : لِمَ وَبِمَ أَوْ فِيمَ ؟ قَالَ : ` إِنَّكُنَّ تُكْثِرْنَ اللَّعْنَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ `. وَقَالَ عَبْدُ اللَّهِ : ` مَا مِنْ نَاقِصَاتِ الْعَقْلِ وَالدِّينِ أَغْلَبَ عَلَى الرَّجُلِ ذَوِي الأَمْرِ عَلَى أَمْرِهِمْ مِنَ النِّسَاءِ ` , فَقِيلَ لَهُ : مَا نُقْصَانُ عَقْلِهَا ؟ قَالَ : ` شَهَادَةُ امْرَأَتَيْنِ بِشَهَادَةِ رَجُلٍ وَاحِدٍ , وَأَمَّا نُقْصَانُ دِينِهَا فَإِنَّهُ يَأْتِي إِحْدَاكُنَّ كَذَا وَكَذَا فَلا تُصَلِّي فِيهِ صَلاةً وَاحِدَةً “ . وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ , وَابْنِ عُمَرَ . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ . *
অনুবাদঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহিলাদেরকে বললেন: “তোমরা সাদাকা করো; কারণ তোমরাই জাহান্নামের অধিবাসীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হবে।” উঁচু শ্রেণীর (গুরুত্বপূর্ণ) মহিলাদের মধ্য থেকে এক মহিলা বলল: কেন, কিসের কারণে, অথবা কোন বিষয়ে? তিনি (নাবী সাঃ) বললেন: “তোমরা বেশি বেশি অভিশাপ দাও এবং স্বামীর প্রতি অকৃতজ্ঞ হও।”
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন: “নিজের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী বুদ্ধিজীবী পুরুষদের ওপরও তোমাদের (নারীদের) চেয়ে জ্ঞান ও দীনের দিক থেকে ত্রুটিপূর্ণ আর কেউ বেশি প্রভাব বিস্তার করতে পারে না।”
তাকে জিজ্ঞাসা করা হলো: তার জ্ঞানের ঘাটতি কী?
তিনি বললেন: “একজন পুরুষের সাক্ষ্যের বিপরীতে দু’জন মহিলার সাক্ষ্য (প্রয়োজন)।”
আর তার দীনের ঘাটতি হলো এই যে, তোমাদের কারো কারো এরূপ এরূপ (মাসিক) হয়, ফলে সে তাতে একটি নামাযও আদায় করে না।