البعث والنشور للبيهقي
Al Ba`s Wan Nushur lil Bayhaqi
আল-বা’স ওয়ান-নুশুর লিল বায়হাক্বী
590 - أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْمُقْرِئُ، أَنْبَأَ الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ -[324]- إِسْحَاقَ، ثنا يُوسُفُ بْنُ يَعْقُوبَ، ثنا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ أَوَّلَ مَنْ يُكْسَى حُلَّةً مِنْ نَارٍ إِبْلِيسُ، فَيَضَعُهَا عَلَى حَاجِبَيْهِ، وَيَسْحَبُهَا مِنْ خَلْفِهِ، وَذُرِّيَّتُهُ مِنْ خَلْفِهِ، وَهُوَ يَقُولُ: يَا ثُبُورُ، وَهُمْ يُنَادُونَ: يَا ثُبُورَهُمْ، حَتَّى يَقِفُوا عَلَى النَّارِ، فَيَقُولُ: يَا ثُبُورُ، وَيَقُولُونَ: يَا ثُبُورَهُمْ، فَيُقَالُ: {لَا تَدْعُوا الْيَوْمَ ثُبُورًا وَاحِدًا وَادْعُوا ثُبُورًا كَثِيرًا} [الفرقان: 14]
অনুবাদঃ আনাস ইবনে মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "নিশ্চয় প্রথম যে ব্যক্তিকে আগুনের পোশাক (হুল্লাহ) পরানো হবে, সে হলো ইবলিস। অতঃপর সেটিকে সে তার ভ্রুদ্বয়ের উপরে রাখবে এবং সেটিকে তার পিছন দিক থেকে টেনে নিয়ে যাবে। আর তার সন্তান-সন্ততিরা থাকবে তার পেছনে। আর সে বলতে থাকবে: ‘হায় ধ্বংস!’ আর তারাও চিৎকার করে ডাকতে থাকবে: ‘হায় তাদের ধ্বংস!’ যতক্ষণ না তারা জাহান্নামের সামনে গিয়ে দাঁড়াবে। তখন সে (ইবলিস) বলবে: ‘হায় ধ্বংস!’ আর তারা (সন্তান-সন্ততি) বলবে: ‘হায় তাদের ধ্বংস!’ অতঃপর বলা হবে: ‘আজ তোমরা একটি ধ্বংসকে ডেকো না, বরং অনেক ধ্বংসকে ডাকো।’ (সূরা ফুরকান: ১৪)"