الحديث


الإبانة الكبرى لابن بطة
Al Ibanatul Kubrah li-ibnu Battah
আল ইবানাতুল কুবরা লি-ইবনু বাত্তাহ





الإبانة الكبرى لابن بطة (1283)


1283 - حَدَّثَنَا أَبُو مُحَمَّدٍ عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ الْوَرَّاقُ، قَالَ : ثنا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدٍ الرَّقَاشِيُّ، قَالَ : ثنا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالَ : ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ حَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنِ الْوَلِيدِ بْنِ أَبِي مَالِكٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` خَلَقَ اللَّهُ الْخَلْقَ، وَقَضَى الْقَضَاءَ، وَأَخَذَ مِيثَاقَ النَّبِيِّينَ، وَعَرْشُهُ عَلَى الْمَاءِ، فَأَخَذَ أَهْلُ الْيَمِينِ بِيَمِينِهِ، وَأَخَذَ أَهْلُ الشِّمَالِ فِي الأُخْرَى، وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ، قَالَ : يَا أَهْلَ الْيَمِينِ، أَلَسْتُ بِرَبِّكُمْ ؟ قَالُوا : بَلَى يَا رَبَّنَا، ثُمَّ قَالَ : يَا أَهْلَ الشِّمَالِ، أَلَسْتُ بِرَبِّكُمْ ؟، ثُمَّ خَلَطَ بَيْنَهُمْ، فَقَالَ قَائِلٌ : يَا رَبِّ أَخَلَطْتَ بَيْنَنَا ؟ فَقَالَ : وَلَهُمْ أَعْمَالٌ مِنْ دُونِ ذَلِكَ هُمْ لَهَا عَامِلُونَ سورة المؤمنون آية، ثُمَّ قَرَأَ : أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ سورة الأعراف آية، ثُمَّ رَدَّهُمْ فِي صُلْبِ آدَمَ عَلَيْهِ السَّلامُ ` *




অনুবাদঃ আবূ উমামা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: আল্লাহ তাআলা সৃষ্টিকে সৃষ্টি করলেন, ফয়সালা নির্ধারণ করলেন (তাকদীর লিখলেন), নবীদের থেকে অঙ্গীকার (মিথাক) নিলেন, আর তখন তাঁর আরশ ছিল পানির উপরে। অতঃপর তিনি তাঁর ডান হাতে ডান দিকের অধিবাসীদের (জান্নাতীদের) ধরলেন, এবং অপর হাতে বাম দিকের অধিবাসীদের (জাহান্নামীদের) ধরলেন। (তবে মনে রেখো) তাঁর উভয় হাতই ডান। তিনি বললেন: ‘হে ডান দিকের অধিবাসীরা! আমি কি তোমাদের প্রতিপালক নই?’ তারা বলল: ‘হ্যাঁ, হে আমাদের প্রতিপালক!’ এরপর তিনি বললেন: ‘হে বাম দিকের অধিবাসীরা! আমি কি তোমাদের প্রতিপালক নই?’ এরপর তিনি তাদের মাঝে মিশ্রণ ঘটিয়ে দিলেন। তখন একজন বলল: ‘হে প্রভু! আপনি কি আমাদের মধ্যে মিশ্রণ ঘটালেন?’ তিনি বললেন: “আর এর অতিরিক্ত তাদের এমন কাজ আছে যা তারা করবে।” (সূরা মু’মিনুনের আয়াতের দিকে ইঙ্গিত করে)। এরপর তিনি পাঠ করলেন: “যাতে তোমরা কিয়ামতের দিন না বল যে, আমরা এ বিষয়ে বেখবর ছিলাম।” (সূরা আল-আ'রাফের আয়াতের দিকে ইঙ্গিত করে)। অতঃপর তিনি তাদের (সকলকে) আদম (আলাইহিস সালাম)-এর পৃষ্ঠদেশে ফিরিয়ে দিলেন।