الحديث


الرد على الجهمية للدارمي
Raddi Alal Jahmiyyah lid-Darimi
রাদ্দি আলাল জাহমিয়্যাহ লিদ-দারিমী





الرد على الجهمية للدارمي (381)


381 - حَدَّثَنَا الْحِمَّانِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ مَنْصُورٍ الْعَلَّافُ، وَأَثْنَى عَلَيْهِ هُوَ وَمَنْ حَضَرَ الْمَجْلِسَ خَيْرًا قَالَ: لَمَّا كَانَ أَيَّامُ الْمِحْنَةِ، فَأُخْرِجَ النَّفْرُ إِلَى الْمَأْمُونِ فَامْتُحِنُوا وَرُدُّوا، لَقِيتُ أَعْرَابِيًّا، فَقَالَ لِي: أَلَا أُحَدِّثُكَ عَجَبًا؟ قُلْتُ: مَا ذَاكَ؟ قَالَ: رَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ نَفَرًا ثَلَاثِينَ أَوْ أَكْثَرَ جِيءَ بِهِمْ مِنْ قِبَلِ الْمَشْرِقِ أَوِ الْمَغْرِبِ، فَنَظَرْتُ إِلَيْهِمْ فَإِذَا بُطُونُهُمْ مُشَقَّقَةٌ، لَيْسَ فِي أَجْوَافِهِمْ شَيْءٌ، فَقِيلَ: هَؤُلَاءِ الَّذِينَ كَفَرُوا بِالْقُرْآنِ. وَالْأَعْرَابِيُّ لَا يَدْرِي مَا الْمِحْنَةُ، وَمَا سَبَبُهُمْ




অনুবাদঃ ইব্ৰাহীম ইবনে মানসূর আল-আল্লাফ থেকে বর্ণিত, তার সম্পর্কে তিনি এবং মজলিসে উপস্থিত সকলে উত্তম প্রশংসা করেছিলেন। তিনি বলেন: যখন মিহনার (পরীক্ষার) দিনগুলো ছিল, তখন একদল লোককে মা'মূনের (খলিফা) কাছে বের করে নিয়ে যাওয়া হয়েছিল। অতঃপর তাদের পরীক্ষা করা হলো এবং তাদের ফিরিয়ে আনা হলো। আমি একজন বেদুঈনের সঙ্গে সাক্ষাৎ করলাম। সে আমাকে বলল: আমি কি আপনাকে একটি আশ্চর্যজনক বিষয় বলব না? আমি বললাম: সেটা কী? সে বলল: আমি স্বপ্নে দেখলাম যে, যেন ত্রিশজন কিংবা তারও বেশি লোক, তাদের পূর্ব দিক কিংবা পশ্চিম দিক থেকে নিয়ে আসা হলো। অতঃপর আমি তাদের দিকে তাকালাম, দেখলাম যে তাদের পেটগুলো চেরা, তাদের অভ্যন্তরে কিছুই নেই। তখন বলা হলো: এরাই হলো তারা, যারা কুরআনকে অস্বীকার করেছিল। অথচ ওই বেদুঈন জানত না 'মিহনা' কী এবং ওই লোকগুলোর কারণ (বা সমস্যা) কী ছিল।

[নোটঃ AI দ্বারা অনূদিত]