مسند السراج
Musnad As Siraj
মুসনাদ আস সিরাজ
2 - حَدَّثَنَا سَوَّارٌ، عَبْدُ الله الْعَنْبَري قثنا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ قَالَ: سَمِعْتُ عُبَيْدَ اللَّهِ ابْن عُمَرَ يَذْكُرُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ هَذَا الْحَدِيثَ فَلَمْ يَذْكُرِ الْقَاسِمَ.
تحقيق الشيخ إرشاد الحق الأثري:
[2] - رِجَاله ثِقَات، لَكِن فِي سَماع عبد الرَّحْمَن عَن عَائِشَة نظر، وَرَوَاهُ ابْن جرير فِي التَّفْسِير (ج5 ص10) عَن ابْن عبد الْأَعْلَى ثَنَا الْمُعْتَمِر بِهِ بِغَيْر وَاسِطَة قَاسم، وَقد رَوَاهُ مَالك وَغَيره عَن عبد الرَّحْمَن عَن أَبِيه عَن عَائِشَة.
অনুবাদঃ উবাইদুল্লাহ ইবনে উমার (রাহিমাহুল্লাহ) হতে বর্ণিত, তিনি আব্দুর রহমান ইবনে আল-কাসিম থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন, তবে তিনি (বর্ণনাকারী) আল-কাসিমকে উল্লেখ করেননি।
শাইখ ইরশাদ আল-হক আল-আসারীর নিরীক্ষা: এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য, তবে আব্দুর রহমানের আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে সরাসরি শ্রবণের বিষয়ে সংশয় রয়েছে। ইবনে জারীর তার তাফসীরে (খণ্ড ৫, পৃষ্ঠা ১০) ইবনে আব্দুল আ'লা থেকে, তিনি আল-মু'তামিরের মাধ্যমে আল-কাসিমের কোনো মধ্যস্থতা ছাড়াই এটি বর্ণনা করেছেন। আর ইমাম মালিক ও অন্যান্য মুহাদ্দিসগণ আব্দুর রহমান থেকে, তার পিতার সূত্রে, আয়েশা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে এটি বর্ণনা করেছেন।