مسند الحميدي
Musnad Al Humaydi
মুসনাদ আল হুমায়দী
1210 - حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ : حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا طَافَ بِالْبَيْتِ وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ عَادَ إِلَى الْحَجَرِ فَاسْتَلَمَهُ، ثُمَّ خَرَجَ إِلَى الصَّفَا، وَقَالَ : ` نَبْدَأُ بِمَا بَدَأَ اللَّهُ بِهِ , إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ سورة البقرة آية ` *
অনুবাদঃ জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ (কা’বা) তাওয়াফ করলেন এবং মাকামে ইব্রাহিমের পিছনে দুই রাকাত সালাত আদায় করলেন, তিনি হাজরে আসওয়াদের দিকে ফিরে গেলেন এবং সেটি স্পর্শ (ইস্তিলাম) করলেন। এরপর তিনি সাফা পর্বতের দিকে গেলেন এবং বললেন: “আমরা তাই দিয়ে শুরু করব যা দিয়ে আল্লাহ শুরু করেছেন। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম।”