مسند ابن أبي شيبة
Musnad ibnu Abi Shaybah
মুসনাদ ইবনু আবী শায়বাহ
953 - حَدَّثَنِي عَمَّارٌ، مَوْلًى لِبَنِي هَاشِمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ : كُنْتُ أَقُولُ : أَطْفَالُ الْمُشْرِكِينَ مَعَ آبَائِهِمْ، حَتَّى حَدَّثَنِي رَجُلٌ، عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَقِيتُهُ فَحَدَّثَنِي، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ` رَبُّهُمْ أَعْلَمُ بِهِمْ هُوَ خَلَقَهُمْ، وَهُوَ أَعْلَمُ بِهِمْ، وَبِمَا كَانُوا عَامِلِينَ ` *
অনুবাদঃ ইবনু আব্বাস (রাঃ) বলেন: আমি বলতাম যে, মুশরিকদের শিশুরা তাদের পিতাদের সাথেই থাকবে। যতক্ষণ না একজন সাহাবী থেকে জনৈক ব্যক্তি আমার নিকট হাদীস বর্ণনা করেন, অতঃপর আমি সেই সাহাবীর সাথে সাক্ষাৎ করি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন:
"তাদের রব তাদের সম্পর্কে অধিক অবগত। তিনিই তাদের সৃষ্টি করেছেন, আর তিনিই তাদের সম্পর্কে এবং তারা ভবিষ্যতে কী আমল করত, সে সম্পর্কে অধিক অবগত।"