الحديث


مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী





مسند الروياني (93)


93 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، نا عَبْدُ الْوَهَّابِ، نا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَلَاثِ رَكَعَاتٍ مِنَ الْعَصْرِ، فَخَرَجَ مُغْضَبًا يَجُرُّ رِدَاءَهُ، فَسَأَلَ فَأُخْبِرَ فَصَلَّى تِلْكَ الرَّكْعَةَ الَّتِي كَانَ تَرَكَهَا، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ “




অনুবাদঃ ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাযের তিন রাকাতের পরই সালাম ফিরিয়ে দেন। এরপর তিনি রাগান্বিত অবস্থায় নিজের চাদর টেনে টেনে বের হয়ে গেলেন। (কেউ তাঁকে) জিজ্ঞাসা করলে বিষয়টি জানানো হলো। তখন তিনি সেই এক রাকাত নামায পড়লেন যা তিনি বাদ দিয়েছিলেন। অতঃপর তিনি দুটি সিজদা (সাহু সিজদা) করলেন, তারপর সালাম ফিরালেন।