الحديث


مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী





مسند الروياني (91)


91 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، نا رَوْحُ، نا شُعْبَةُ، عَنْ فُضَيْلِ بْنِ فَضَالَةَ قَالَ: سَمِعْتُ أَبَا رَجَاءٍ الْعُطَارِدِيَّ قَالَ: خَرَجَ عَلَيْنَا عِمْرَانُ بْنُ حُصَيْنٍ وَعَلَيْهِ مُقَطَّعَةُ خَزٍّ لَمْ تُرَ عَلَيْهِ قَبْلَهَا، فَقِيلَ لَهُ فِي ذَلِكَ فَقَالَ: قَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إنَّ اللَّهَ إِذَا أَنْعَمَ عَلَى قَوْمٍ أَحَبَّ أَنْ يَرَى أَثَرَ نِعْمَتِهِ عَلَيْهِمْ»




অনুবাদঃ ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্ণিত।

তিনি বলেন: ইমরান ইবনু হুসাইন (রাঃ) আমাদের কাছে আসলেন, তখন তাঁর পরিধানে ছিল রেশমের (খায্‌যের) একটি পোশাক, যা এর আগে তাঁর পরিধানে দেখা যায়নি। এ বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “নিশ্চয়ই আল্লাহ তা‘আলা যখন কোনো কওমের উপর অনুগ্রহ করেন, তখন তিনি তাদের উপর তাঁর অনুগ্রহের চিহ্ন বা প্রভাব দেখতে ভালোবাসেন।”