الحديث


مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী





مسند الروياني (88)


88 - نا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، نا هَوْذَةُ بْنُ خَلِيفَةَ، نا عَوْفٌ، عَنْ أَبِي رَجَاءٍ قَالَ: نا عِمْرَانُ بْنُ حُصَيْنٍ قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ نَحْوَهُ غَيْرَ أنَّهُ زَادَ: أَنَّهُ جَعَلَ فِي فِيهِ مِنْ أَفْوَاهِ السَّطِيحَتَيْنِ أَوِ الْمَزَادَتَيْنِ ثُمَّ مَضْمَضَ فَأَعَادَهُ فِي الْإِنَاءِ، ثُمَّ أَعَادَهُ فِي أَفْوَاهِ السَّطِيحَتَيْنِ أَوِ الْمَزَادَتَيْنِ، ثُمَّ أَوْثَقَ أَفْوَاهَهُمَا




অনুবাদঃ ইমরান ইবনু হুসায়ন (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন:

আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে ছিলাম। এরপর তিনি অনুরূপ (আগের) হাদীসের কথা উল্লেখ করলেন। তবে এতটুকু অতিরিক্ত বললেন: তিনি (নবী) দুটি বড় মশক অথবা দুটি ছোট মশকের মুখ থেকে পানি নিজের মুখে রাখলেন, এরপর কুলি করলেন, অতঃপর তা পাত্রে ঢেলে দিলেন, এরপর তিনি তা আবার দুটি বড় মশক বা দুটি ছোট মশকের মুখে ঢেলে দিলেন, এরপর তিনি সেগুলোর মুখ শক্তভাবে বেঁধে দিলেন।