الحديث


مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী





مسند الروياني (193)


193 - نا أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، نا عَمِّي ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي عَمْرُو وَابْنُ لَهِيعَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ الْمَهْرِيِّ أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ يَقُولُ: صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَأَطَالَ الْقِيَامَ، وَكَانَ إِذَا صَلَّى بِنَا خَفَّفَ وَلَا يُسْمَعُ مِنْهُ شَيْءٌ غَيْرُ أَنَّهُ يَقُولُ: «يَا رَبِّ وَأَنَا فِيهِمْ» ثُمَّ رَأَيْتُهُ أَهْوَى بِيَدِهِ لِيَتَنَاوَلَ -[163]- شَيْئًا، فَلَمَّا سَلَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ وَجَلَسْنَا حَوْلَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: “ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، مَا وُعِدْتُمُوهُ فِي الْآخِرَةِ إِلَّا قَدْ عُرِضَ عَلَيَّ فِي مَقَامِي هَذَا، حَتَّى لَقَدْ عُرِضَتْ عَلَيَّ النَّارُ وَأَقْبَلَ إِلَيَّ مِنْهَا شَرَرٌ حَتَّى حَاذَى مَنْكِبِي، فَخَشِيتُ أَنْ يَغْشَاكُمْ فَقُلْتُ: رَبِّ وَأَنَا فِيهِمْ؟ فَصَرَفَهَا اللَّهُ عَنْكُمْ، وأدْبَرَتْ قِطَعًا كَأَنَّهَا الزَّرَابِيُّ، فَنَظَرْتُ إِلَيْهَا نَظَرًا فَرَأَيْتُ عَلَيْهَا عِمْرَانَ بْنَ حِدْثَانَ أَخَا بَنِي غِفَارٍ مُتَّكِئًا فِي جَهَنَّمَ عَلَى قَوْسِهِ، وَإِذَا فِيهَا الْحِمْيَرِيَّةُ صَاحِبَةُ الْقِطَّةِ الَّتِي رَبَطَتْهَا، فَلَا هِيَ أَطْعَمَتْهَا، وَلَا هِيَ أَرْسَلْتَهَا “




অনুবাদঃ উকবাহ ইবনু আমের (রাঃ) থেকে বর্ণিত:

আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম, তখন তিনি কিয়াম (দাঁড়িয়ে থাকা) দীর্ঘ করলেন। আর তিনি যখন আমাদের নিয়ে সালাত আদায় করতেন, তখন হালকা করতেন এবং তাঁর থেকে কোনো শব্দ শোনা যেত না, শুধু এতটুকু ছাড়া যে তিনি বলতেন: "হে আমার রব! আমি যেন তাদের মধ্যে থাকি।" এরপর আমি দেখলাম, তিনি হাত বাড়িয়ে কিছু ধরতে চাইলেন।

যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরালেন, তখন তিনি বসলেন এবং আমরা তাঁর চারপাশে বসলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “যার হাতে আমার জীবন, তাঁর শপথ! আখেরাতে তোমাদের জন্য যা কিছু ওয়াদা করা হয়েছে, তা সবই আমার এই স্থানে (সালাতের মধ্যে) আমার সামনে পেশ করা হয়েছিল। এমনকি আমার সামনে জাহান্নামকেও পেশ করা হয়েছিল এবং তা থেকে আগুনের স্ফুলিঙ্গ আমার দিকে এমনভাবে এগিয়ে এসেছিল যে তা আমার কাঁধের কাছাকাছি চলে এসেছিল। ফলে আমি ভয় পেলাম যে, তা তোমাদেরকেও গ্রাস করবে। তাই আমি বললাম: ‘হে আমার রব! আমি কি তাদের মধ্যে আছি?’ তখন আল্লাহ সেটাকে তোমাদের থেকে সরিয়ে দিলেন। আর তা বড় বড় অংশের আকারে পিছন দিকে চলে গেল, যেন সেগুলো কার্পেট। আমি সেটির দিকে তাকালাম এবং দেখলাম, বনু গিফার গোত্রের ইমরান ইবনু হিদসান তার ধনুকের উপর হেলান দিয়ে জাহান্নামে অবস্থান করছে। এবং সেখানে সেই হিমইয়ারী গোত্রের মহিলাটিও রয়েছে, যে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। সে তাকে খাবারও দেয়নি এবং তাকে ছেড়েও দেয়নি।”