الحديث


مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী





مسند الروياني (179)


179 - نا أَحْمَدُ، نا عَمِّي، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، أَنَّ أَبَا الْخَيْرِ أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ عُقْبَةَ بْنَ عَامِرٍ يَقُولُ: آخِرُ مَا خَطَبَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ صَلَّى عَلَى شُهَدَاءِ أُحُدٍ، ثُمَّ رَقِيَ الْمِنْبَرَ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: «إِنِّي لَكُمْ فَرَطٌ، وَأَنَا عَلَيْكُمْ شَهِيدٌ، وَأَنَا أَنْظُرُ إِلَى حَوْضِي الْآنَ، وَأَنَا فِي مَقَامِي هَذَا، وَإِنِّي وَاللَّهِ لَا أَخَافُ أَنْ تُشْرِكُوا بَعْدِي، وَلَكِنِّي أُرِيتُ أَنْ أُعْطِيتُ مَفَاتِيحَ خَزَائِنِ الْأَرْضِ، فَأَخَافُ عَلَيْكُمْ أَنْ تَنَافَسُوا فِيهَا»




অনুবাদঃ উকবাহ ইবনু আমির (রাঃ) বলেন:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশে যে শেষ খুতবা দিয়েছিলেন, তাতে তিনি উহুদের শহীদদের জন্য সালাত (জানাজার মতো দোয়া) আদায় করলেন, এরপর তিনি মিম্বরে আরোহণ করলেন, আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন, অতঃপর বললেন: "নিশ্চয়ই আমি তোমাদের জন্য অগ্রগামী (তোমাদের পূর্বে অপেক্ষমাণ), আর আমি তোমাদের সাক্ষী। আমি এই মুহূর্তে এই স্থানে দাঁড়িয়ে আমার হাউজ (কাউসার) দেখছি। আল্লাহর কসম! আমি তোমাদের ব্যাপারে এই ভয় করি না যে, আমার পরে তোমরা শিরক করবে, বরং আমাকে দেখানো হয়েছে যে, আমাকে পৃথিবীর ধনভাণ্ডারের চাবিগুলো প্রদান করা হয়েছে। তাই আমি তোমাদের ব্যাপারে এই ভয় করি যে, তোমরা সেগুলোর (ভোগের) জন্য) প্রতিযোগিতা করবে।"