مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী
166 - نا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، نا وَهْبُ بْنُ جَرِيرٍ، نا أَبِي قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ أَيُّوبَ، عنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَتْلَى أُحُدٍ، ثُمَّ صَعِدَ الْمِنْبَرَ كَالْمُوَدِّعِ لِلْأَحْيَاءِ وَالْأَمْوَاتِ فَقَالَ: «أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ، وَإِنَّ عَرَضَهُ مَا بَيْنَ أَيْلَةَ إِلَى الْجُحْفَةِ، وَإِنِّي لَسْتُ أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُشْرِكُوا بَعْدِي، وَلَكِنْ أَخْشَى عَلَيْكُمُ الدُّنْيَا أَنْ تَنَافَسُوا فَتَقْتَتِلُوا فَتَهْلِكُوا كَمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ» قَالَ عُقْبَةُ: فَكَانَ آخِرَ مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ
অনুবাদঃ উক্ববাহ ইবনু আমির (রাঃ) থেকে বর্ণিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের জন্য সালাত (জানাযা) আদায় করলেন। অতঃপর তিনি মিম্বরে আরোহণ করলেন এমনভাবে যেন তিনি জীবিত ও মৃত সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন। তিনি বললেন: “আমি হাউজে কাউসারের তোমাদের অগ্রগামী। আর এর প্রশস্ততা আইলাহ (Ailah) থেকে জুহফাহ (Juhfah) পর্যন্ত দূরত্বের সমান। আমি তোমাদের ওপর এই ভয় করি না যে, আমার পরে তোমরা শিরক করবে। বরং আমি তোমাদের ওপর দুনিয়ার (ভোগ-বিলাসের) ভয় করি, যেন তোমরা তাতে প্রতিযোগিতা শুরু করে না দাও এবং পরস্পর যুদ্ধে লিপ্ত হয়ে ধ্বংস না হও, যেমন তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছিল।” উক্ববাহ (রাঃ) বলেন: এটিই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে দেখা আমার শেষ দৃশ্য।