مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী
مسند الروياني (150)
150 - نا أَحْمَدُ، نا عَمِّي، نا عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ أَبِي عَلِيٍّ ثُمَامَةَ، عَنْ عُقْبَةَ أَنَّهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «سَتُفْتَحُ لَكُمْ أَرَضُونَ وَيَكْفِيكُمُ اللَّهُ فَلَا يَلْهُ أَحَدُكُمْ إِلَّا أَنْ يَلْهُوَ بِأَسْهُمِهِ»
অনুবাদঃ উকবাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আল্লাহর রাসূল (সাঃ)-কে বলতে শুনেছি:
"তোমাদের জন্য অনেক দেশ উন্মুক্ত করা হবে (বিজিত হবে) এবং আল্লাহ্ তোমাদের জন্য যথেষ্ট হবেন। সুতরাং তোমাদের কেউ যেন (অমূলক) খেলাধুলায় লিপ্ত না হয়, তবে সে যেন তার তীরসমূহ (তীরন্দাজী প্রশিক্ষণ) নিয়ে লিপ্ত হয়।"